শিরোনাম :
অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা ক্রেডিট
ডিসিনিউজ ।। গাজীপুর
বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের কর্মীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা ক্রেডিট।
নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ৯ মে থেকে মঠবাড়ী ডিসি রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে ১১ টি সমবায় সমিতির ২১ জন প্রশিক্ষণার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
সকালে ঢাকা ক্রেডিটের মার্কেটিং বিভাগীয় ম্যানেজার সোহেল রোজারিও’র সঞ্চালনায় পরিচিতি পর্ব ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অফিস কি, অফিস ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা এবং সাংগঠনিক কাঠামো ও লাইন ম্যানেজমেন্ট, কর্মী উন্নয়ন, কাউন্সিলিং, কর্মপরিবেশ, দ্ব›দ্ব নিরসন- ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন; চাকরীবিধি (ছুটি ব্যবস্থাপনা, মূল্যায়ন, জব ডিসক্রিপশন)- সিও সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন; কার্যকরী যোগাযোগ (মেমো, ফোন, নোটিশ)- সোহেল রোজারিও বিষয়ভিত্তিক আলোচনা করেন।
এ ছাড়াও দলীয় চেতনা ও দলীয়ভাবে কার্যসম্পাদন পদ্ধতি, মুক্তালোচনা ও প্রশিক্ষণ মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জ্ঞানভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
৩য় ব্যাচের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার রতন পিটার কোড়াইয়াসহ স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।