শিরোনাম :
অফিস লেনদেন সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা” এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, আগামী ২৭ জুলাই, ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার হতে ০৫ আগস্ট, ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র শুধু জরুরী লেনদেনের জন্য সীমিত পরিসরে সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে (তুমিলিয়া, নাগরী ও সাভার সেবাকেন্দ্র ব্যতিত অন্যান্য অফিস শুক্রবার বন্ধ থাকবে)। বর্তমান করোনাভাইরাস (কোভিড-১৯) পুনরায় ঝুঁকি পূর্ণ হওয়ার কারণে এবং উদ্ভূত পরিস্থিতির মোকাবেলার জন্য সদস্যসহ সংশ্লিষ্ট সকলে অফিসে আসার পূর্বে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি।
১. মাস্ক পরিধান করা।
২. অফিসে প্রবেশমুখে রক্ষিত জীবানুনাশক দিয়ে হাত পরিষ্কার করা।
৩. অফিসে কমপক্ষে ১ মিটার দূরত্ব বজায় রাখা।
৪. কাজ শেষ হলে দ্রুততম সময়ে অফিস ত্যাগ করা।
একই সাথে সম্মানিত সদস্যদের সমিতিতে না এসে নিম্নে উল্লিখিত ব্যাংক হিসাব, বিকাশ নম্বর এবং এমএফএস-এর ডিপোজিট রিকোয়েস্ট-এর মাধ্যমে জমা ও কিস্তি প্রদান করার অনুরোধ জানাচ্ছি।
উল্লিখিত বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।