শিরোনাম :
অর্ক খ্রীষ্টান সাংস্কৃতিক গোষ্ঠীর মঞ্চনাটক ও গুণীজন সম্মাননা প্রদান
অনুষ্ঠিত হল অর্ক খ্রীষ্টান সাংস্কৃতিক গোষ্ঠীর মঞ্চ নাটক ও গুণীজন সম্মাননা প্রদান।
রবিবার (১০ ডিসেম্বর) তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অর্ক খ্রীষ্টান সাংস্কৃতিক গোষ্ঠী এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ভাইস-চেয়ারম্যান অনীল লিও কস্তা, সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডলসহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী চুমকী বলেন, ‘অর্ক মানে সূর্য। আর সূর্যই পৃথিবীতে সকল শক্তির উৎস। অর্কের বয়স মাত্র ১০ বছর। এই কিশোর বয়স থেকেই তারা আমাদের অনেক ভালো কিছু উপহার দিয়ে যাচ্ছে। শুদ্ধ সংস্কৃতির চর্চায় অর্কের এই আয়োজন সত্যিই প্রশংসা করার মতো।
অন্যান্য বক্তারা বলেন, ‘এই মাসে আমরা স্বাধীনতা পেয়েছি। যারা জীবন দিয়ে আমাদেরকে এই সুন্দর দেশ উপহার দিয়েছেন তাদের আত্মর চিরশান্তি কামনা করছি। অর্ক মানেই সূর্য। অর্কের সাথে স¤পৃক্ত প্রতিটি যুবক-যুবতী এক একটি সূর্য। তাদের এই আলোয় যেমন আলোকিত হবে যুব সমাজ, ঠিক তেমনই আলকিত হব আমরাও।’
তারা বলেন, ‘আলো অন্ধকারের সৌন্দর্য, সেই সৌন্দর্য বিকাশের জন্য অর্কের জন্ম হয়েছে। অর্কের আলো আমাদের চারিপাশকে আরো জ্যোতির্ময় করে তোলে। এই সাংস্কৃতিক গোষ্ঠীর মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র নিয়ে কাজ করা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যেখানে মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশি ব্যস্ত, সেখানে শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও সুন্দর কাজের মাধ্যমে অর্ক তাদের প্রয়াস চালিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে ৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে সম্মাননা পান জ্যোতি এফ গমেজ, সামাজিক ক্ষেত্রে সিস্টার মেরী তৃপ্তী এসএমআরএ এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নিপু গাঙ্গুলী।
এ দিন জনাব রামিজ রাজুর নির্দেশনা ও পরিচালনায় ৯ম মঞ্চ নাটক “এমন যদি হতো” মঞ্চস্থ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ২০০৯ সালে অর্ক গুণীজন সম্মাননাপ্রাপ্ত প্রয়াত ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসির জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এ ছাড়াও অতিথিরা ১০ম বার্ষিক মুখপত্র ‘অর্ক’র মোড়ক উন্মোচন করেন।
আরবি/আরপি/১২ ডিসেম্বর, ২০১৭