ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অহরহ লোডশেডিংয়ের ফলে বির্পযয়ে জনজীবন

অহরহ লোডশেডিংয়ের ফলে বির্পযয়ে জনজীবন

0
294

পাবনার চাটমোহরে অবস্থিত পাবনা পল্লীবিদ্যুৎ (পবিস) ১ এর আওতাভুক্ত এলাকায় গত কয়েকদিন যাবৎ ব্যাপক লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়ছে জনজীবন।

বিদ্যুৎ থাকার কোনো নিশ্চয়তা নেই। যেকোনো সময়ই বিদ্যুৎ আসছে, যাচ্ছে। কখনো টানা দীর্ঘ সময় থাকছে লোডশেডিং। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত একাধিক বার চলে লোডশেডিং। পুরো দিনের ২৪ ঘন্টায় চার থেকে পাঁচ ঘন্টার বেশি থাকছে না বিদ্যুৎ। কোনো কোনো এলাকায় এর চেয়েও করুন অবস্থা।

shutterstock_234023125-610x425তাপদাহ যত তীব্র হয়, বিদ্যুতের লোডশেডিং যেন ততই পাল্লা দিয়ে বাড়তে থাকে। দিনে কয়েক ঘন্টা লোডশেডিং দিয়ে শুরু হয় দিনের প্রথম ভাগ। সন্ধ্যার পর গভীর রাত পর্যন্ত চলতে থাকে বিদ্যুৎ দেওয়া নেওয়ার খেলা। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে বির্পযয়ের মুখে পড়ছে ছোট বড় কলকারখানাসহ বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের লেখাপড়া, অফিসিয়াল কার্যক্রমসহ হাসপাতালে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। মুখ থুবরে পড়ছে সাধারন জীবনযাত্রার সচলতা।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স ম বায়োজিদ উল ইসলাম ডিসিনিউজকে বলেন, ‘প্রচন্ড গরমে জ্বরসহ টাইফয়েড, শ্বাসকেষ্টর রোগির সংখ্যা বাড়ছে। শিশুদের ক্ষেত্রে ডায়রিয়ার সংক্রামক হচ্ছে বেশি। ঘন ঘন লোডশেডিংয়ে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।’

ফৈলজানা বাজারের ব্যাটারি চালিত অটোরিকশা চালক আজিজ উদ্দিন ডিসিনিউজকে বলেন, ‘রাতে লোডশেডিং এর কারনে গাড়ির ব্যাটারি চার্জ হয় না। ব্যাটারি চার্জ না হওয়ায় দিনে গাড়িও চালাতে পারি না। এতে আর্থিকভাবে সমস্যা হচ্ছে।’

ফৈলজানার ব্যবসায়ী মো. আশরাফ আলী ডিসিনিউজকে বলেন, ‘বিদ্যুৎ ছাড়া এখন মানুষের জীবন প্রায় অচল হয়ে গেছে। লোডশেডিংয়ের কারনে বিদ্যুৎনির্ভর যন্ত্রপাতি বেশিরভাগ সময় বন্ধ থাকছে। প্রচন্ড গরমে মানুষের জীবন হয়ে উঠছে অস্বস্তিকর।’

18623128_120332000968777573_433675192_nপাবনা পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস)-১ এর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, ঈশ্বরদী ও পাবনার সদর উপজেলায় বিদ্যুৎ সরবারহ করে আসছে। এপ্রিল ২০১৭ পর্যন্ত এ প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ২,৩১,১৩১ । এ পল্লীবিদ্যুৎ সমিতি নূরপুর গ্রীড, পাবনা ও জয়নগর গ্রীড, ঈশ্বরদী হতে বিদ্যুৎ গ্রহণ করে নিজস্ব উপকেন্দ্রের মাধ্যমে উল্লেখিত উপজেলাসমূহে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

পবিস কর্তৃপক্ষ ডিসিনিউজকে জানায়, সম্প্রতি জাতীয় বিদ্যুৎ ‘গ্রীড’ লাইনের টাওয়ার ভেঙে যাওয়ায় দেশের পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ পশ্চিমাঞ্চলে সঞ্চালনে বিঘ্ন ঘটছে। উক্ত কারণে গ্রীড হতে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় অত্র পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে দিনে রাতে লোডশেডিং করে গ্রাহকদের বিদ্যুৎ সরবারহ করা হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে গ্রাহকগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে।

পবিস আরো জানায়, জাতীয় বিদ্যুৎ লাইনে কারিগরি ত্রুটি নিরাসন না হওয়া পর্যন্ত আসন্ন পবিত্র রমজান মাসে সেহরী, ইফতার, ও আরাবীর সময়ও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

কবে নাগাদ বিদ্যুৎ সরবারহ নিরবিচ্ছিন্ন হবে, তার কোনো সঠিক উত্তর তারা দিতে পারেনি।

আরবি/আরপি/ ২৪ মে, ২০১৭