ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আইকন নৃত্যশিল্পী শিপ্রা প্যারিসের আত্মার কল্যাণ প্রার্থনা

আইকন নৃত্যশিল্পী শিপ্রা প্যারিসের আত্মার কল্যাণ প্রার্থনা

0
1037

ডিসিনিউজ ।। ঢাকা

বাংলাদেশে নৃত্যজগতের উজ্জ্বল নক্ষত্র শিপ্রা প্যারিসে আত্মার কল্যাণে প্রার্থনানুষ্ঠানের আয়োজন করা হয় প্রয়াতের বাড়ি হারবাইদে।

বেলা ১২টায় তাঁর আত্মার কল্যাণে বিশেষ খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি। প্রার্থনানুষ্ঠান শেষে স্মৃতিচারণ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সাপ্তাহিক প্রতিবেশীর সম্পাদক ফাদার আগস্টিন বুলবুল রিবেরূসহ প্রয়াতের আত্মীয়স্বজন।

২২ ফেব্রুয়ারি সকাল ৭টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ৪০ বছর বয়সে মারা যান শিপ্রা প্যারিস। তিনি দীর্ঘদিন ধরে জিবিএস রোগে ভুগছিলেন। যা একটি বিরল এবং জটিল রোগ। তিনি এই রোগের কারণে প্যারালাইসিস অবস্থায় হাসপাতালে অবস্থান করছিলেন।

ওইদিনই বিকেল সাড়ে ৫টায় নির্মলা মারিয়ার গির্জায় শেষকৃত্যের খ্রিষ্টযাগের পর তাঁকে সমাহিত করা হয়।

তিনি মৃত্যুকালে স্বামী ও এক মেয়ে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান।

শিপ্রা প্যারিস বাংলাদেশের একজন খ্যাতিমান নৃত্যশিল্পী ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি সমান তালে নৃত্যশিল্পে অবদান রেখেছেন। লাভ করেছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।