শিরোনাম :
আকস্মিক অসুস্থতার শিকার সমিতির ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ
ঢাকা ক্রেডিটের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ আজ সোমবার (০৮/১০/২০১৮) ভোরে বুকের ব্যাথায় অসুস্থবোধ করলে তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে
ভর্তি করা হয়।
খবর শোনার সঙ্গে সঙ্গে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ তাঁর সহধর্মিনী মার্সিয়া মিলি গমেজ ও সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা হাসপাতালে তাঁকে দেখতে যান ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা করেন।
সংশ্লিষ্ট ডাক্তারের তত্ত্বাবধানে তাৎক্ষণিক এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষার পর তাঁর হার্টে একটি রিং পড়ানো হয়েছে।
বর্তমানে তিনি ঢাকার শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি রয়েছেন। আশু আরোগ্যের জন্য তিনি সবার প্রার্থানা কামনা করেছেন।
তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা ক্রেডিটসহ অন্যান্য নানা সমাজকর্মে অবদান রেখে যাচ্ছেন।
আরপি.আরআর.০৮ অক্টোবর ২০১৮