ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আগামীর দিন হোক অনুপ্রেরণা এবং আকাঙ্খার: সঞ্জীব দ্রং

আগামীর দিন হোক অনুপ্রেরণা এবং আকাঙ্খার: সঞ্জীব দ্রং

0
506

‘আমাদের আগামীর দিন হোক অনুপ্রেরণা ও আকাঙ্খার । নতুন স্বপ্ন আর আশা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই’ বলে মন্তব্য করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

১৩ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় তেজগাঁও ‘নকমান্দি’ গারো কমিউনিটি সেন্টারে প্রাক্-বড়দিন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাক্-বড়দিন পূণর্মিলনীতে সবার সাথে মতবিনিময়, আনন্দ সহভাগিতা বড়দিনের আনন্দে এক নতুন মাত্রা যোগ করে।

কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান মৃগেন হাগিদকের সভাপতিত্বে অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সেবাষ্টিন রেমা, ফাদার জয়ন্ত রাকসাম, কারিতাস ডেভলপমেন্ট ইন্সটিটিউটের (সিডিআই) পরিচালক থিওফিল নিশারন নকরেক, ওয়াইএমসিএর জেনারেল সেক্রেটারি নিপুন সাংমা, সেন্টারের কো-অর্ডিনেটর প্রতাপ রেমা ও ঢাকা ওয়ানগালা ২০১৭’র নক্মা (মাতবর) পবিত্র মান্দাসহ অন্যান্য গারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গারো কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান মৃগেন হাগিদক তাঁর বক্তব্যে জানান, গারো কমিউনিটি সেন্টার যেন আগামী দিনে গারোদের আশা-আকাঙ্খার বড় ও নিরাপদ জায়গা হতে পারে সেই লক্ষে অচিরেই অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর থেকে দিনব্যাপী প্রাক্-বড়দিন উৎসবের পরিকল্পনা আমাদের রয়েছে এবং গারো সাংস্কৃতিক কর্মকান্ড চলবে, যা সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।

ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায়ের মধ্যে সৌর্হাদ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষে ‘নকমান্দি গারো কমিউনিটি সেন্টার’ প্রাক্-বড়দিন অনুষ্ঠানের আয়োজন করে।
এ দিন উপস্থিত সকলে বড়দিনের কেক কাটেন এবং লটারী ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

এসএন/আরবি/১৩ ডিসেম্বর, ২০১৬