ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আগামী তেরই অক্টোবর শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

আগামী তেরই অক্টোবর শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

0
366

আগামী ১৩ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা।

গত ৩০ জুলাই শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে ১৫২তম একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর গত শনিবার ২০৯তম সিন্ডিকেটে বিষয়টি অনুমোদিত হয়।

এবারের ভর্তি কমিটির সভাপতি হিসেবে স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল হক প্রধান এবং সদস্য সচিব হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, কমিটির সদস্যরা এরই মাঝে ভর্তি প্রক্রিয়ার যাবতীয় বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছেন। সেশনজট দূর করতে আমরা চেষ্টা করবো জানুয়ারি এক তারিখ থেকেই নতুন বর্ষের ক্লাস শুরু করতে। সেজন্য এবার অন্যান্য বছরের তুলনায় আগেই ভর্তি পরীক্ষা হবে।

তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ জানা যাবে।

আরবি.এএম. ১১ আগস্ট ২০১৮