ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized আজতপাড়ায় খ্রিষ্টান মহিলা খুন

আজতপাড়ায় খ্রিষ্টান মহিলা খুন

0
465

রাজধানীর আজতপাড়ায় খ্রিষ্টান মহিলা খুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজতপাড়ার মিলরেট গমেজ এবং তার স্বামী একই সাথে ৩৮ নম্বর নিজ বাসার তৃতীয় তলায় থাকতেন। তাদের ছেলেমেয়েরা সকলেই কানাডা প্রবাসী।

তারাও বিভিন্ন সময়ে দেশের বাহিরে যাওয়া আসা করতেন। বিগত কোরবানী ঈদের আগে তারা ঢাকায় নিজ বাসায় বসবাস করে এসেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে (১৫ ডিসেম্বর) পৌনে ৮টায় বাসার কাজের লোক দরজায় নক করলে বাসার কারো সাড়া না পেয়ে চলে যান। কিছুক্ষণ পর কাজের লোকের সাথে নিজতলায় থাকা ব্যাচেলর ছেলেরা বাসার দরজায় নক করে এবং তখনও কোনো সাড়া না পেয়ে নিচের কলাপসিবল গেইট বন্ধ করে দেয় কোনো ঝামেলা হয়েছে ভেবে।

এরপর তারা বাসার দরজায় আবারো জোড়ে জোড়ে নক করে এবং মৃত মিলরেট গমেজের স্বামী দরজা খুলে দেন। উপস্থিত লোকেরা ড্রয়িং রুমে মিলরেট গমেজের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ, ডিবি এবং ক্রাইমবেঞ্চ এর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ পোস্টমোর্টামের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ সময় তারা খবর পেয়ে ছুটে আসা আত্মীয়স্বজনদের নিকট ঘটনা আলামতের কোনো বিষয় রয়েছে কিনা জানতে চান।
ঘটনার সময় উপস্থিত কাজের মহিলা খুশি এবং পাশের বাসার কবিতা বৈদ্য ডিসিনিউজকে জানান, তারা অনেকবার ঘরের দরজায় আঘাত করার পরও কোনো সারা না পেয়ে নিচের কলাপসিবল গেইট বন্ধ করে দেয়। এরপর দরজায় জোড়ে আঘাত করায় মৃতের স্বামী নিজেই দরজা খুলে দেয়। এ সময় তাকে বিধ্বস্ত দেখা যায়।

ঘটনার সাথে কোনো সন্দেহজনক বিষয় চোখে পড়েছে কিনা জানতে চাইলে, তারা কিছুই জানে না বলে ডিসিউিজকে জানান।
পুলিশের জিজ্ঞাসাবাদে মৃতের স্বামী তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি। পরবর্তীতে তদন্তের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী জানান।

ঘটনার খবর পেয়েই বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, খ্রীষ্টান এসোসিয়েশনের বনানী শাখার সভাপতি সেবাষ্টিয়ান বাড়ৈ।

এ সয়ম মহাসচিব কোড়াইয়া হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তিনি বড়দিনের ঠিক পূর্বেই এ ধরনের ঘটনাকে হুমকি বলে মনে করছেন।

এলকার মানুষ এবং বাসার বাইরে থাকা লোকজনের কাছে সন্দেহজন কিছু হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে তারা সন্দেহজনক কিছুই দেখেননি।

উল্লেখ্য, ঘটনার সরেজমিনে দেখা যায়, মিলরেড গমেজ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পোস্টমোর্টাম শেষে পুরো তথ্য পাওয়া যাবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

মৃত মিলরেটের বয়স ছিল আনুমানিক ৬৫ বছর।

আরবি/আরপি/১৫ ডিসেম্বর, ২০১৭