ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

আজ ঐতিহাসিক ৭ মার্চ

0
447

আজ ঐতিহাসিক ৭ মার্চ। সমগ্র জাতি আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করছে। ১৯৭১ সালের আজকের এই দিনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) উত্তাল জনসমূদ্রে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। যে ভাষণে তিনি বাঙালি জাতিকে মুক্তিসংগ্রামে ঝাপিয়ে পড়ার  চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছিলেন। বঙ্গবন্ধুর এই ভাষণে অনুপ্রাণিত হয়ে সমগ্র বাঙালি জাতি দেশব্যাপী স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। বাঙালির নেতা হিসেবে তিনি সমগ্র জাতিকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে, দেশ মাতৃকার টানে যার যা কিছু আছে তা নিয়েই শত্রুুপক্ষের মোকাবলা করতে হবে।তিনি বজ্রকন্ঠে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ এতটা সাহস নিয়ে নি:সঙ্কোচে, অবলীলায় খুব কম বিশ্বনেতাকেই এভাবে কথা বলতে দেখা গেছে। এই ভাষণের মধ্য দিয়ে তিনি সমগ্র বাঙালি জাতিকে এক সুঁতোয় গাথতে সক্ষম হয়েছিলেন।বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু তাঁর এই সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের জন্য বিশ্ব দরবারে আজো নন্দিত ও বিশ্বনেতা হিসেবে অবিস্মরণীয় হয়ে আছেন। হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। পরবর্তীতে তাঁর নির্দেশনায় বাঙালি জাতি চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যায়।

এসএস/আরবি/আরপি/৭ মার্চ, ২০১৭