ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা সম্পাদকীয় উপ-সম্পাদকীয় আজ বিশ্ব গ্রন্থ‌ ও গ্রন্থস্বত্ব দিবস

আজ বিশ্ব গ্রন্থ‌ ও গ্রন্থস্বত্ব দিবস

0
1444

আজ ২৩ এপ্রিল,  বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস । 

আজকের এই দিনে মরিস ড্রন, হেলডারকে লাক্সনেস, ভাদিমির নভোকভ, যোসেফ প্লা এমন অনক লেখকের জন্ম। আবার উইলিয়াম শেক্সপিয়ার , সারভান্তেস, ইনকা গারসিলাসের মতো বিখ্যাত লেখক এই দিনে মৃত্যুবরণ করেন। তাই এদিনটিকে প্রখ্যাত সাহিত্যিকের জন্ম ও মৃত্যু দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে।

১৯৭২‌ সালের ডিসেম্বর বাংলাদেশ জাতীয় গ্রন্থকেন্দ্র ঢাকার বাংলাদেশ একাডেমি প্রাঙ্গণে স্বাধীন দেশের প্রথম গ্রন্থমেলার আয়োজন করেছিল। সম্মেলনের পরের ১০ বছরকে “সবার জন্য বই” এ শ্লোগানকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহব্বান জানায় ।

এর ১০ বছর পর ১৯৮২ সালে ইউনেস্কো লন্ডনে আন্তজার্তিক গ্রন্থ সম্মেলনের আয়োজন করে। এভাবেই ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো প্রতি বছর ২৩ এপ্রিলকে সবদেশে বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস পালন করার আহব্বান জানায়। ১৯৯৫ সালের এ দিনে উৎসাহ দিতে লেখক, প্রকাশক, পুস্তক বিক্তেতা ও গ্রন্থ সংশ্লিষ্ঠ সকলের জন্য দিবসটি উদযাপন করে ইউনেস্কো ।

ইউননেস্কোর উদ্দেশ্য ছিল শিশু-তরুণদের আনন্দময় গ্রন্থপাঠের মধ্য দিয়ে বিশ্বজগৎ আবিস্কার করা। শুধু এটায় নয় তরুণ প্রজন্মকে মুক্ত বিশ্বের অংশীদার হয়ে সামাজিক, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে একটি সুন্দর পৃথিবী উপহার দান করা।

আরবি.আরপি.২৩ এপ্রিল, ২০১৮