ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আজ সুনীল গমেজ হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকী

আজ সুনীল গমেজ হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকী

0
719

ডিসি নিউজ || নাটোর
সুনীল গমেজ (৭২) হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকী আজ। ৫ জুন ২০১৬, আজকের দিনে, রোববার গির্জায় পবিত্র খ্রিষ্টযাগে অংশ নিয়েছিলেন নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার সুনীল গমেজ। গির্জা থেকে বের হয়ে বনপাড়া বাজার থেকে সবজি কিনে বাড়ি ফিরেন তিনি। দুপুরের দিকে বসে ছিলেন নিজের বাড়ির সামনে তার মুদি দোকানে। সুনশান নীরবতা ছিলো। তিনজন মোটর সাইকেলধারী সুনীলকে নিষ্ঠুরভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আইএস সুনীল গমেজ হত্যার দায় স্বীকার করে।
প্রতিবাদ ও শাস্তি দাবি
নিরীহ সুনীল গমেজ হত্যার প্রতিবাদে তৎকালীন খ্রিষ্টান ও সংখ্যালঘু সম্পদায় ক্ষোভে ফেটে পড়ে। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সুনীল গমেজ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ করে বনপাড়া তথা প্রতিবেশী ধর্মপল্লী বোর্নী, মথুরারপুরের খ্রিষ্টভক্তরাও।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহা সচিব হেমন্ত আই কোড়াইয়া এক বিবৃতিতে বলেন, ‘ধর্মের কারণে মারা যাওয়া সুনীল গমেজ হত্যার তীব্র প্রতিবাদ জানাই। এভাবে যেন কেউ এই দেশে ধর্মের কারণে আর প্রাণ না হারায়। দোষীদের যারা এখনো পলাতক রয়েছে, আমরা তাদের দ্রুত গ্রেফতার দাবি করি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
সুনীল গমেজের নামে স্মৃতিস্তম্ভ
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহা সচিব হেমন্ত আই কোড়াইয়া জানান, বনপাড়ায় যেখানে সুনীল গমেজ হত্যাকান্ড সংঘঠিত হয়েছিলো, সেখানে স্থানীয় এসোসিয়েশনের সহযোগিতায় সুনীল গমেজের একটি ‘স্মৃতিস্তম্ভ’ তৈরি করা হবে। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের, নাটোর, বনপাড়া শাখার প্রেসিডেন্ট শৈলেন গমেজ ডিসি নিউজকে বলেন, ‘সুনীল গমেজের মেয়ে স্বপ্না গমেজ আমাদের জানিয়েছেন, তাদের মুদি দোকানে যেখানে তাদের বাবাকে হত্যা করা হয়েছিলো, সেখানেই তারা তাদের বাবার নামে ‘স্মৃতিস্তম্ভ’ তৈরি করার জন্য জায়গা দিবেন। স্মৃতিস্তম্ভ তৈরির কাজটি পক্রিয়াধীন রয়েছে।’ শৈলেন গমেজও দোষীদেও শাস্তি দাবি করেন।
সুনীল গমেজের নামে স্তৃতিস্তম্ভ তৈরির বিষয়ে জানতে চাইলে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও ডিসি নিউজকে বলেন, ‘অফিসিয়ালী সুনীল গমেজকে ধর্ম শহীদ ঘোষণা না দিলেও, আমি মনে করি তিনি ধর্ম শহীদ। কারণ ধর্মের জন্যই তাঁকে জীবন দিতে হয়েছে।’
মামলার অবস্থা
নাটোরের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সুনীল গমেজে হত্যাকান্ডের অভিযোগপত্র দাখিল করেন ২০১৭ সনের ১৫ নভেম্বর । একই বছর গাইবান্ধা থেকে ৩ এপ্রিল ঢাকার গুলশান হলি আর্টিজান রেস্তোরায় হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউটিন গ্রেফতার করে। রাজীব গান্ধী প্রাথমিক স্বীকার করে যে গুলশান হলি আর্টিজানের হামলাকারীরাই সুনীল গমেজকে হত্যা করেছে। আজ আব্দুল হাই ডিসিনিউজকে বলেন, ‘সুনীল গমেজ হত্যাকান্ডে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়। তাদের মধ্যে ৭ জন বন্ধুক যুদ্ধে মারা গেছেন, রাজীব গান্ধী আটক আছে ও বাকি তিন জন আসামি এখনো পলাতক আছে।’