শিরোনাম :
আঠারোগ্রামের গোল্লায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের কর্মসূচী পালন
ডিসিনিউজ ।। ঢাকা
‘সচেতন হই, সচেতন করি; ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ি’ স্লোগান নিয়ে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা, র্যালী ও মশারী বিতরণ কর্মসূচী পালন করেছে। ফাউন্ডেশনের সাথে যৌথভাবে আয়োজক হিসেবে ছিল সেন্ট থেকলাস বালিকা উচ্চবিদ্যালয় ও গোল্লা মিশন যুব সংঘ।
৩১ আগস্ট, আঠারোগ্রামের গোল্লায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। সেন্ট থেকলাস বালিকা উচ্চবিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ, সেন্ট থেকলাস বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী আরএনডিএম, গোল্লা মিশন যুব সংঘের সভাপতি স্বপ্নীল রড্রিক্স, গোল্লা সমিতির সেক্রেটারি প্রভাত পিটার গমেজ, প্যারিস কাউন্সিলের সদস্য জন গমেজ, যুব সংঘের উপদেষ্টা মানিক গমেজ, ফাউন্ডেশনের প্রোগ্রাম কোর্ডিনেটর সিলভেস্টার রোজারিওসহ স্কুলের শিক্ষাথী ও সংগঠনের সদস্যরা। কর্মসূচী পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের যুব কোর্ডিনেটর জ্যাকসন রোজারিও।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমারা নিজেরাও ডেঙ্গু বিষয়ে সচেতন হবে, পাশাপাশি অভিভাবক এবং আশেপাশের মানুষদেরও তোমাদের সচেতন করতে হবে। যেখানে পানি জমে থাকে তা পরিস্কার করতে হবে যেন পানি জমতে না পারে, বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এডিস মশা থেকেই ডেঙ্গু ছড়ায়, তাই এডিস মশার প্রজনন স্থান ধ্বংস করতে হবে যাতে মশার বংশবিস্তার না হয়। এ ছাড়াও মশারী ও বিভিন্ন ধরণের ভেজষ ক্রিম ব্যবহার করতে হবে। তুমি যেমন সচেতন হবে, তোমার আশেপাশের সকলকে এই বিষয়ে সচেতন করে তুলতে হবে। তাহলেই ডেঙ্গুর প্রকোব থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।’
আলোচনা সভা থেকে স্কুলগুলোর শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিবৃন্দরা ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা র্যালীতে অংশ নেয়। র্যালী শেষে শিক্ষার্থীদের হাতে মশারী তুলে দেয় ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন।