ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ১০ জানুয়ারী ২০২৫
বাংলা : ২৭ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট আঠারোগ্রামের বান্দুরায় খানা জরিপবিষয়ক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ

আঠারোগ্রামের বান্দুরায় খানা জরিপবিষয়ক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ

0
258

জেমস আঞ্জুস ।। বান্দুরা

ঢাকা ক্রেডিটের বান্দুরা বহুমুখি প্রকল্প ভবনে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে খানা জরিপবিষয়ক মত বিনিময় সভা ও মাঠ কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২১ মার্চ, মতবিনিময় সভায় ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের সেক্রেটারি লিটন টমাস রোজারিও’র সভাপতিত্বে হাসনাবাদ মিশনের পাল-পুরোহিত স্ট্যানিসলাউস গমেজ, গোল্লা মিশনের পাল-পুরোহিত অমল ডি ক্রুজ, তুইতাল মিশনের পাল-পুরোহিত পংকজ রড্রিক্স, বান্দুরা ক্ষুদ্র পুষ্প সেমিনারীর পরিচালক ফাদার ভিনসেন্ট কনক রোজারিও, সেন্ট ইউফ্রেজীস গার্লস স্কুলের প্রিন্সিপাল সিস্টার মেবেল কস্তা, কাককোর বোর্ড অব ডিরেক্টর ও সাবেক ইউপি সদস্য টমাস রোজারিও, তুইতাল সমিতির চেয়ারম্যান খ্রিষ্টোফার রোজারিও, গোল্লা সমিতির চেয়ারম্যান পিটার প্রভাত গমেজসহ শোলপুর, বালিডিয়র, নয়নশ্রী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন।

অনুষ্ঠানে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের বেইজ লাইন সার্ভে বিষয়ে ধর্মপল্লীর পাল-পুরোহিত, মিশনভিত্তিক ও গ্রামভিত্তিক ক্রেডিট ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে সহভাগিতা করা হয়।

সভাপতি লিটন টমাস রোজারিও ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং খানা জরিপের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করেন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন প্রথমে সার্ভে কিভাবে করা হবে সেই বিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গকে ধারণা দেন। এরপর ফাউন্ডেশনের সেক্রেটারি বেইজ লাইন সার্ভে বা খানা জরিপের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরেন।

সভায় মিশন ও গ্রামভিত্তিক ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের মতামত দেন। নেতৃবৃন্দরা খানা জরিপ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন। সেই সাথে স্বস্ব পর্যায় থেকে সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়নগঞ্জ এলাকায় বেইজ লাইন সার্ভের উদ্যোগ নিয়েছে। সেই লক্ষে ইতিমধ্যে ভাওয়াল অধ্যুষিত গাজীপুর জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এই লক্ষে বান্দুরায় ২০-২২ মার্চ পর্যন্ত খানা জরিপের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ চলছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, ঢাকা ক্রেডিটের আইসিটি টিমসহ অভিজ্ঞ ব্যক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করছেন।