শিরোনাম :
আঠারোগ্রামের সোনাবাজুতে ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
আঠারোগ্রামের সোনাবাজুতে অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের আঞ্চলিক শিক্ষা সেমিনার।
১৫ মে, ঢাকা ক্রেডিটের আয়োজনে সকাল সাড়ে ১০টায় তুইতাল ধর্মপল্লীর সোনাবাজু উপধর্মপল্লীর ফাতেমা রাণীর গির্জার হলরুমে ফাতেমার রাণী সমাজের সমাজ প্রধান জেভিয়ার বাবুল গমেজের সভাপতিত্বে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, উপদেষ্টা কলেটা গমেজ, সোনাবাজু সংঘের সভাপতি জন গমেজ, বীরমুক্তিযোদ্ধা ফেবিয়ান মিলন গমেজ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর মনিকা গমেজ, আনন্দ ফিলিপ পালমা, পল্লব লিনুস ডি’রোজারিও, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুজ, সেক্রেটারি সুব্রত রিচার্ড রোজারিও, সদস্য উমা ম্যাগডেলিন গমেজ, অন্তর মানকিন, পিটার গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, সদস্য অনিতা মাধবী গমেজ, পংকজ বার্নার্ড ডি’রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও স্বপন রোজারিও, হাসনাবাদ সমিতির বোর্ড অব ডিরেক্টর মনোজ গমেজ, সাগরী গমেজ, ঢাকা ক্রেডিটের কর্মী এবং সোনাবাজুর স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ঢাকা ক্রেডিটের কর্মযজ্ঞের ভ‚য়শী প্রশংসা করেন এবং সমিতির সকল উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, ‘ঢাকা ক্রেডিট খ্রিষ্টান সমাজের উন্নয়নের জন্য ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলক্ষেত্রে ঢাকা ক্রেডিটের অবদান রয়েছে। খ্রিষ্টানদের উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিটের বিকল্প নেই। আমরা বর্তমান ব্যবস্থাপনা কমিটিকে ধন্যবাদ জানাই নতুন নতুন প্রডাক্ট ও প্রকল্প নিয়ে আমাদের জীবনমান উন্নয়নে ভ‚মিকা রাখছেন। আমরা আপনাদের সাথে রয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দিতেও আমরা প্রস্তুত।’
শিক্ষা সেমিনারে সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ঢাকা ক্রেডিট সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম, প্রডাক্ট ও প্রকল্পের চিত্র আলোচনা করেন।