ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ‘আত্নত্যাগী সাংবাদিক বুদ্ধিজীবিদের পথই সমৃদ্ধির পথ স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে: তথ্যমন্ত্রী

‘আত্নত্যাগী সাংবাদিক বুদ্ধিজীবিদের পথই সমৃদ্ধির পথ স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে: তথ্যমন্ত্রী

0
352

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আত্নত্যাগী সাংবাদিকদের পথই সমৃদ্ধির পথ।’ গতকাল বুধবার বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে মুক্তিযুদ্ধে শহীদ ১৩ জন সাংবাদিকের ছবি-সংবলিত স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফলক উন্মোচনের আগে শহীদ সাংবাদিকদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে জাতিরজনক বঙ্গবন্ধু ছিলেন অসি আর শহীদ সাংবাদিকেরা ছিলেন মসি।
তিনি বলেন, ‘সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের দেশজ সংস্কৃতি, মনন ও গণমাধ্যমের বিকাশ গুরুত্বপূর্ণ।’

যে ১৩ জন শহীদ সাংবাদিকের স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে তাঁরা হলেন, শহীদুল্লাহ কায়সার, আবুল বাশার, আ ন ম গোলাম মোস্তফা, চিশতী শাহ হেলালুর রহমান, সেলিনা পারভীন, মুহম্মদ আখতার, শিবসাধন চক্রবর্তী, এস এ মান্নান, সৈয়দ নাজমুল হক, নিজামুদ্দিন আহমদ, একে এম শহীদুল্লাহ (শহীদ সাবের, খোন্দকার আবু তালেব ও সিরাজুদ্দীন হোসেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো: লিয়াকত আলী খান, প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, শহীদ সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সারসহ গনমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএন/আরবি/১৫ ডিসেম্বর, ২০১৬