শিরোনাম :
আদিবাসীদের মঙ্গল কামনায় সহস্র মোমবাতি প্রজ্বালন
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সকল আদিবাসীদের উদ্দেশ্যে সহস্ত্র মোমবাতি প্রজ্বালন করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)
৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে আগের দিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেয় সুশীল সমাজের নাগরিক, অধ্যাপক, বিভিন্ন পেশাজীবির মানুষ, ও আদিবাসী নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয়রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসি বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি।
বক্তারা বলেন আদিবাসীদের উন্নয়নের জন্য আদিবাসী অধিকার ঘোষণাপত্রের আলোকে মানবাধিকার ও বিভিন্ন টেকসই উন্নয়ন প্রক্রিয়া রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। এছাড়া আদিবাসীদের সংস্কৃতি এবং ঐতিহ্য যাতে বিলুপ্ত না হয় সে লক্ষ্যে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়:
১. আদিবাসীদের ঐতিহ্য প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান এবং স্থায়ী বন্দোবস্ত করতে হবে।
২. দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলার বিচার এবং আদিবাসীদের জীবন সুরক্ষা প্রদান করতে হবে।
৩. টাঙ্গাইলের মধুপুর গারো বর্মন ও কোচদের আদিবাসীদের ভূমি ঘোষিত ফরেস্ট বাতিল করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য অবিলম্বে ভূমি কমিশন গঠন করতে হবে এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল আদিবাসীদের ভূমি ফেরত দিতে হবে।
৪. ধর্ষণের শিকার আদিবাসী নারীরা নির্যাতিত আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
৫. সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান সহ ৯ আগস্ট আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ সহ আরো বিভিন্ন সংগঠন।