শিরোনাম :
“আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয়’’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি)‘আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)।
শুক্রবার সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান সেমিনারটির উদ্বোধন করেন।
আইবিএস পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিতে এসময় সম্মানিত অতিথি ছিলেন প্রখ্যাতকথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।
সেখানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতের অনগ্রসর শ্রেণির বিশিষ্ট সংগঠন নীতিশ বিশ্বাস।
তিনটি অধিবেশনের এ সেমিনারে দেশ-বিদেশ থেকে প্রায় শতাধিক শিক্ষক, গবেষক, শিক্ষার্থী অংশ নেন।
এ সময় আদিবাসীদের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ২১টি প্রবন্ধ উপস্থাপন করেন দেশি
আরবি.আরপি