ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ১৫ জানুয়ারী ২০২৫
বাংলা : ২ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিসিএ

আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিসিএ

0
60
ছবি: সংগৃহীত

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদ ও পুনঃস্থাপনের দাবিতে সংক্ষুব্ধ আদিবাসী জনতার ব্যানারে মিছিল করার সময় মতিঝিতে এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) ভবনের সামনে আদিবাসীদের মিছিলের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশ (বিসিএ)।

১৫ জানুয়ারী, ২০২৫ আদিবাসী ছাত্র-জনতার উপর এই হামলা করে স্টুডেন্টস ফর সভারেন্টি’র ব্যানারে একদল জনতা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিএ এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া বলেন, “আদিবাসীদের শান্তিপূর্ণ বিক্ষোভের উপর হামলা নিঃন্দেহে দূর্ভাগ্যজনক ও নিন্দনীয়।”

নেতৃবৃন্দ এই বিষয়ে তদন্তপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রজণের জোর দাবি জানান এবং হামলায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের সুস্থতা কামনা করেন।

গত বছর জুলাই-আগষ্টের শিক্ষার্থীদের নেতৃত্বে সর্বস্তরের জনগণের আন্দোলনের সময় একটি গ্রাফিতি’তে পাতা ছেড়া নিষেধ এবং সেখানে পাতা হিসেবে খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও আদিবাসী’কে চিত্রায়িত করা হয়। এই গ্রাফিতিটি পরবর্তীতে নবম-দশম শ্রেণীর বইয়ের শেষ কভার পৃষ্ঠায় ছাপা হয়। কিন্তু স্টুডেন্টস ফর সভারেন্টি’র প্রতিবাদে গ্রাফিতিটি এনসিটিবি বাদ দেয়।

এরই প্রতিবাদে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আদিবাসী এবং তাদের সাথে অন্যান্যরা মিছিল করে এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচী দেয়। তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচীর পরে ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রিক স্টুডেন্টস ফর সভারেন্টি একই স্থানে পাঠ্যপুন্তক পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদকে অপসারণের দাবিতে এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচী দেয়।

আদিবাসীদের দাবি, স্টুডেন্টস ফর সভারেন্টি পরিকল্পিতভাবে কর্মসূচী দিয়ে তাদের উপর হামলা করে।

আদিবাসীদের নেতৃত্বে থাকা অলিক মৃ সন্ধ্যায় বলেন, আদিবাসী ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে স্টুডেন্টস ফর সভারেন্টি সন্ত্রাসীদের হামলায় ১১ জন আহত, দু’জনের অবস্থা গুরুতর।

তিনি বলেন, “আগামীকাল ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং ১৭ জানুয়ারী প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষনা করছি।”