শিরোনাম :
আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে : ঢাকা ক্রেডিট নির্বাচন-২০১৭
অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ক্রেডিটের কার্যকরি পরিষদের নির্বাচন।
১৫ জানুয়ারি, ঢাকা ক্রেডিটের কার্যকরি পরিষদের নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের ইতিহাস ভেঙ্গে এবারই প্রথম প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের হাতে নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বভার অর্পণ করেন। এসময় নির্বাচন কমিশনের প্রধান মো. আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদের ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু করেন।
বিভিন্ন বুথ ঘুরে দেখা যায়, প্রতিনিধিরা শৃঙ্খলা মেনে প্রার্থীদের ভোট প্রদান করছেন। ভোট প্রদানের পরিবেশ কেমন জানতে চাইলে ভোট প্রদানকারী উমা গমেজ জানান, এখানে মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ি সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এভাবে প্রতিনিধিদের মাধ্যমে ভোট প্রয়োগ আমাদের কাম্য নয়। আমরা চাই প্রত্যেক সদস্যারা সরাসরি এসে তাদের ভোট প্রদান। তবে ২ জন ব্যক্তির কারণে আজ সদস্যারা নিজেদের ভোটাধিকার সরাসরি প্রয়োগ করতে পারছে না।
তিনি বলেন, যেহেতু মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, তাই প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এই বোর্ড এসে যেন প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়ার ধারা বাতিল করেন। আমাদের দাবি, এভাবে যেন আর নির্বাচন না হয় এবং এবার যাদের কারণে প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদানে আমরা বাধ্য হচ্ছি তাদের দুজনের বিষয়ে তদন্ত করে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
পুলিং অফিসার মাহে আলম নির্বাচন বিষয়ে জানান, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আশা করি, বাকি সময়ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান চলবে এবং ১০০ শতাংশ ভোট প্রয়োগ হবে।
এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ বিগত বোর্ড কর্মকর্তারা নিজেদের ভোট প্রদান করেন।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট এ সময় বলেন, আমরা চেয়েছিলাম ঢাকা ক্রেডিটের ঐতিহ্যের ধারাবাহিকতায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি কুচক্রি মহলের দুই জন ডেভিট কোড়াইয়া এবং সুজন কোড়াইয়ার আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশে সমবায় বিধিমালা ২০০৪ এর ২১ ধারার অনুচ্ছেদ ১ অনুসারে প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু এখানে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে, সুতরাং এখানে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই।
প্রধান নির্বাচন কমিশনার মো. আবুল খায়ের জানান, সকাল থেকেই আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭২ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
আরবি/আরপি/আরএস/এসএন/ ১৫ জানুয়ারি, ২০১৭