শিরোনাম :
ঢাকা ক্রেডিটের কর্মীদের আন্তর্জাতিক নারী দিবস পালন
আজ আন্তর্জাতিক নারী দিবস! বিশ্বের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে এই দিনটি।
আজ (৮ মার্চ) সকালে ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে সাড়ে ১০টায় ঢাকা ক্রেডিটের সকল কর্মীকে উপস্থিতে নারী দিবস পালন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের এসিইও লিটন টমাস রোজারি। তিনি নারীর সমতা বিষয়ে বলেন, ‘সমতা তৈরি করতে হবে নিজের মধ্য থেকে। সকলের সাথে মিশতে হবে। আপনাদের সমতা কেউ তৈরি করে দিতে পারবে না, নিজের সমতা নিজেরাই তৈরি করে নিতে হবে। এভাবেই নারী-পুরষের সমতায়ন সম্ভব।’
‘আপনাদের জ্ঞান- বুদ্ধি, শক্তি ও সাহস সবকিছুই পরিবারে, সমাজে, অফিসে সকলের সাথে সহভাগিতা করবেন, দেখবেন সমতা চলে আসবে।’ বলেন এসিইও লিটন।
ঢাকা ক্রেডিটের সফটওয়ার ইঞ্জিনিয়ার দীপা খন্দকার তার বক্তব্যে বলেন, নারীরা সকলের সাথে মিশতে পারে। তারা সব সময় সকলের সাথে মেশার মনমানসিকতা নিয়ে বেড়ে ওঠে।
ভারতীয় সিরিয়ালের নেতিবাচক দিকগুলোর উল্লেখ করে ইঞ্জিনিয়ার খন্দকার বলেন, এসব সিরিয়াল দেখা থেকে বিরত থেকে ওই সময়টুকু কাজ করে নিজের পরিবার, সমাজ ও দেশের উন্নতি করার জন্য আহ্বান জানান।
নারী কর্মীরা পুরুষ কর্মীর সংখ্যার সমান বা কিছু বেশি উল্লেখ করে ঢাকা ক্রেডিটের সিইও লিন্টু খৃষ্টফার গমেজ বলেন, ‘আপনারা যেখানে কাজ করেন, সেখানে আপনার পাশের জনকে ভাই-বন্ধু-বোন-বান্ধবী হিসেবে ভালবাসবেন।’ ‘মহিলা’ শব্দটি বিতর্কিত উল্লেখ করে সিইিও গমেজ নারীদের সম্বোধনে ‘মহিলা’ শব্দটি উচ্চারণ না করে ‘নারী’ শব্দটি উল্লেখ করে সম্বোধন করার আহ্বান জানান।
সিও সুদান গাইন বলেন, ‘আমরা সবাই ‘মানুষ’ হতে চাই ‘নারী’ বা ‘পুরুষ’ হিসেবে নয়। এককভাবে ‘নারী’ বা ‘পুরুষ’ কখনো পরিপূর্ণ হতে পারে না। ‘এসব বিভেদ অতিক্রম করতে পারলেই আমরা সবাই সবাইকে সমানভাবে বিবেচনা করতে পারব, সম্মান করতে পারব।’
নারী দিবসের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের মানব-সম্পদ বিভাগের সিও সুইটি পিউরীফিকেশন।
এ ছাড়াও আন্তর্জাতিক নারী দিবসের অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্যে ছিল মোমবাতি প্রজ্বালন, প্রার্থনা, গান, ও নারীবিষয়ক ভিডিও প্রদর্শন।
আরবি.আরপি. ৮ মার্চ, ২০১৮