শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নারী সদস্যদের আমন্ত্রণ
ডিসিনিউজ || ঢাকা
এতদ্বারা ‘দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা’-এর সম্মানিত সকল নারী সদস্য, কর্মকর্তা ও কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৭ই মার্চ (শনিবার) বিকাল ৫টায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিট আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী ও নাট্য ব্যক্তিত্ব সুবর্ণা মুস্তাফা, এমপি। এই বিশেষ অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সকল নারী সদস্য, কর্মকর্তা ও কর্মীদের উপস্থিত থেকে নারী দিবসের অনুষ্ঠানকে স্বার্থক করার অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
প্রেসিডেন্ট, পংকজ গিলবার্ট কস্তা, দি সিসিসি ইউ লি:, ঢাকা।
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি, দি সিসিসি ইউ লি:, ঢাকা।