ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক আফ্রিকার বুরকিনা ফাসোতে প্রটেষ্টান গির্জায় হামলা, নিহত ১৪

আফ্রিকার বুরকিনা ফাসোতে প্রটেষ্টান গির্জায় হামলা, নিহত ১৪

0
779

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এক প্রটেষ্টান গির্জায় বন্দুকধারীর হামরায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
হামলার পর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রোচ মের্চ কাবোরে। তিনি টুইট বার্তায় বলেন, ‘আমি এই হামলার সাথে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
বুরকিনা ফাসো বিশ্বের গরিব দেশগুলোর একটি। ওই এলাকায় হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হয় সেখানে। জাতিগত ও ধর্মীয় সংঘাতে গত কয়েক বছরে বুরকিনা ফাসোয় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। গত অক্টোবরে একটি মসজিদে হামলায় ১৫ জন নিহত ও দুই ব্যক্তি গুরুতর আহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় হানতুকুরা এলাকার একটি গির্জায় গত রবিবার প্রার্থনা চলাকালে এ হামলা হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, একদল সশস্ত্র দৃর্বৃত্তের হামলায় পালক ও একাধিক শিশুসহ গির্জায় আগতরা নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারীরা স্কুটারে করে পালিয়ে যায়।
২০১৫ সাল থেকে বুরকিনা ফাসোয় সাম্প্রদায়িক হামলা বেড়ে চলেছে। এ কারণে দেশটির কয়েক হাজার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। গত সেপ্টেম্বরেই এক হামলায় ওই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছেন। সেখানে ২০১৫ সাল থেকে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে আসছে সরকার। তখন থেকে সেখানে ৫৮৫ জনের অধিক ব্যক্তি মারা গেছেন। বিদ্রোহী গোষ্ঠীটির উৎপত্তি হয় মূলত প্রতিবেশী দেশ মালিতে। তাদের সন্ত্রাসী কর্মকান্ড শুরু হয় প্রথমে উত্তরাঞ্চলে এবং পরে তা পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়ে।