শিরোনাম :
আবাসন সমস্যা সমাধানে ঢাকা হাউজিং সোসাইটির ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ডিসিনিউজ ।। ঢাকা
অনুষ্ঠিত হলো ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর ৪র্থ বার্ষিক সাধারণ সভা।
২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে সমিতির চেয়ারম্যান জোনাস গমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অফ খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো)-এর চেয়ারম্যান নির্মল রোজারিও। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ (ভার্টুয়াল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের-ভাইস প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, ঢাকা হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান ফ্রান্সিস ডি’কস্তা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রেমন্ড আরেং, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিওসহ আরো অনেকে। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন সেক্রেটারি খোকন মার্ক কস্তা।
সভাপতি জোনাস গমেজ স্বাগত বক্তব্যে বলেন, ‘পূর্বে যারা ঋণ গ্রহণ করেছেন, তাদের প্রায় ৮০ শতাংশই ঋণখেলাপী ছিলো। আমরা দায়িত্বভার গ্রহণ করে প্রায় ৩০ শতাংশ খেলাপী হ্রাস করতে সক্ষম হয়েছি। সে প্রচেষ্টা অব্যহত রয়েছে। সোসাইটির বর্তমান ট্রেজারারের নেতৃত্ব কর্মীগণ নিরলস পরিশ্রমের পাশাপাশি সোসাইটির বর্তমান সেক্রেটারি এবং পরিচালনা পরিষদ যথেষ্ট সময়, শ্রম ও মেধা দিয়ে আজকের সভা আয়োজনে বিশেষ ভূমিকা রেখেছেন। আমি সবাইকে আজকের বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
সাধারণ সভার প্রধান অতিথি নির্মল রোজারিও বলেন, ‘এখনো সময় শেষ হয়ে যায়নি, উন্নতির আরো সময় সামনে আছে। সব কিছুরই শুরুটা সামান্তরাল হয়না। অনেক চড়াইউৎড়াই পার করে একটা সময় সমিতি ভাল অবস্থানে দাঁড়ায়। এই সোসাইটিও দাঁড়াবে। যারা ছোট সমিতিতে লিডারশীপ দিবে তাদেরকে আমরা বড় সমিতির জন্য নির্বাচন করবো, কারণ তাদের অভিজ্ঞতা বেশি হয়ে থাকে।’
৪র্থ বার্ষিক সাধারণ সভার শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, সমবায়ী ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল উপস্থিতি কোরাম সংখ্যা গণনা, আসন গ্রহণ, অতিথিদের ফুল দিয়ে বরণ, পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনা, মৃত সদস্য/সদস্যার জন্য ১ মিনিট নিরবতা পালন ও অতিথিবৃন্দে বক্তব্য পর্ব, এজিএম কার্যক্রম, লটারি ড্র ইত্যাদি।
চয়ন রিবেরুর শেষ প্রার্থনা ও সভাপতির সমাপ্তি ঘোষণার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে ঢাকা খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: প্রতিষ্ঠিত হয়। বর্তমান কার্যকরী পরিষদের রয়েছেন: জোনাস গমেজ-সভাপতি, ফ্রান্সিস ডি’কস্তা-সহ-সভাপতি, খোকন মার্ক কস্তা-সম্পাদক, সুরেন নিকোলাস রেগো- যুগ্ম-সম্পাদক, যোসেফ মিন্টু ডি’রোজারিও-কোষাধ্যক্ষ, আনন্দ চৌধুরী-ডিরেক্টর, প্রিন্স আন্তনি কস্তা-ডিরেক্টর, সোহেল রোজারিও-ডিরেক্টর, পঙ্কজ রোজারিও-ডিরেক্টর, সুজন গমেজ-ডিরেক্টর, এডউইন রঞ্জন হীরা-ডিরেক্টর, মনোহর ই. কস্তা-ডিরেক্টর।