ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৭ জানুয়ারী ২০২৫
বাংলা : ১৪ মাঘ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আমরা যেন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয় যিশুর জন্য খুলে রাখি: আর্চবিশপ...

আমরা যেন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয় যিশুর জন্য খুলে রাখি: আর্চবিশপ জর্জ কোচারী

0
373

‘যিশুর জন্মের আগে তাঁর মা বাবা নাম লেখাতে গিয়েছিল। তখনই মারীয়ার প্রসব বেদনা উঠেছে। মারীয়ার জন্য কোন সরাঁইখানা বা কোনো মানুষ, কেউ একটু জায়গা দিল না। সবাই ঘরের দরজা বন্ধ করে দিল। আর যিশুর জন্ম হয়েছে গোয়াল ঘরে, যেখানে গরু ছাগল থাকে। যীশুর জন্য যেভাবে দরজা বন্ধ করে রাখা হয়েছে আমরা যেন সেভাবে আমাদের হৃদয় দরজা বন্ধ করে না রাখি’ বলেন আর্চবিশপ জর্জ কোচেরী।

তিনি বলেন, ‘আমরা যেন ভালো কাজ করার মাধ্যমে যিশুর জন্য আমাদের হৃদয় সর্বদা খুলে রাখি। আমরা স্বামী স্ত্রীর জন্য অথবা স্ত্রী স্বামীর জন্য মনের দরজা যেন খোলা রাখি।’

সিএইচএনএফপি অফিস প্রশিক্ষণ হলে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি ও তাদের ছেলেমেয়েদের জন্য আগমনকালীন আধ্যাত্মিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূলসুর ছিল ‘ন¤্র হই নিজ অন্তরে, শান্তি স্থাপন করি পরিবারে।’ এতে প্রধান অতিথি হিসেবে আর্চবিশপ কোচেরী উপস্থিত ছিলেন।

তিনি পরিবারকে গুরুত্ব দিয়ে বলেন, ‘আমরা যেন ভালো মা-বাবা হতে পারি। তাই নিয়মিত পারিবারিক প্রার্থনা করি, যেন স্বামী-স্ত্রী, আত্মীয়স্বজন সবাই উন্মুক্ত হই এবং খ্রিষ্টীয় পবিত্র পরিবার গড়ে তুলি।

এ ছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার অপু সলোমন রোজারিও সিএসসি, কারিতাস বাংলাদেশের সহকারী নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও, সহকারী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও ও ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও।

এ দিন ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও বিশ্ব এইডস দিবস ২০১৮-এর মূলসুর ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন’-এর উপর আলোকপাত করেন।