শিরোনাম :
আমাদের লোক এখন যেমন বাইরে চিকিৎসার জন্য যায় আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আপনাদের এখানে বাইরের মানুষ চিকিৎসার জন্য আসবে-ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন আখতারউজ্জামান, এমপি
ডিসিনিউজ।। গাজীপুর
দি খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর বৃহত্তম প্রকল্প এবং বাংলাদেশে সমবায় অঙ্গণে প্রথম হাসপাতাল ডিভাইন মার্সি হাসপাতাল লি:, পরিদর্শনের পরে গাজীপুুর-৫ আসনের সাংসদ আখতারউজ্জামান এমপি বলেন, “ আমাদের লোক এখন যেমন বাইরে চিকিৎসার জন্য যায় আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আপনাদের এখানে বাইরের মানুষ চিকিৎসার জন্য আসবে।”
১১ ফেব্রুয়ারি, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার কুচিলাবাড়ীতে ডিভাইন মার্সি হাসপাতাল পরিদর্শনের পরে এমপি আখতারউজ্জামান বলেন,“আপনাদের এই পবিত্র যাত্রা সফল হউক, আমি সেই সমবায়ীদের ধন্যবাদ জানাই যাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ দিয়ে এই বিশাল পবিত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমবায়ী আন্দোলন অন্যান্য জায়গায় বন্ধ হয়ে গেলেও আপনার এর মশাল জ্বালিয়ে রেখেছেন এই জন্য ঢাকা ক্রেডিট ও এর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।”
ডিভাইন মার্সি হাসপাতালটির চারিদিকে খোলা পরিবেশ, ঢাকার অদূরে কোলাহলমুক্ত পরিবেশে হাসপাতালটির অবস্থান দেখে এমপি প্রসংশা করে বলেন, “এই হাসপাতালের স্পেশালিটি হলো এর চারিদিকে যে প্রচুর আলো-বাতাস, খোলা পরিবেশ এটার অনেক মূল্য যা ঢাকার কোনো হাসপাতালের নেই। রোগিরা বাইরের বিশাল খোলা পরিবেশ দেখতে পারবে, এমনকি রুমে থেকেও দেখতে পারবে এবং যে প্রশান্তি পাবে তার মূল্য অনেক বেশি। আমি খুব আনন্দিত আপনাদের এই হাসপাতালে এসে এবং আমার বিশ্বাস আপনারা যখন এই হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু করবেন তখন আপনাদের এর ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে।”
এর আগে সকালে এমপি আখতারউজ্জামান ডিভাইন মার্সি চত্তরে আসলে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাবু মার্কুজ গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা উপস্থিত থেকে সাংসদকে শুভেচ্ছা জানান।

এই সময়ে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও ডিভাইন মার্সি হাসপাতাল লি:, এর চেয়ারম্যান ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন, “আমাদের অর্থাৎ সমবায়ীদের কিছু সমস্যা আছে যা আখতারউজ্জামান এমপি মহোদয় পূর্বেও শুনেছেন, আশা করি সমস্যাগুলো তার মাধ্যমে সমাধান হবে, আমাদের সুখে দুঃখে তিনি আমাদের পাশে থাকবেন।”
এই সময়ে ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট পাপড়ি দেবী আরেং, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল (অব:) জন গমেজসহ হাসপাতালের উর্ধ্বতন কর্মীবৃন্দ উপস্থিত ছিলন।

































































