শিরোনাম :
আমানতের বিপরীতে ঋণ ও জামিন সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা”-এর সম্মানিত সকল সদস্য, কর্মকর্তা, কর্মী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, গত ১৮ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত সমিতির পরিচালক মন্ডলী, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির ১৯তম যৌথ সভায় আমানতের বিপরীতে ঋণ গ্রহণ ও জামিন প্রদান সংক্রান্ত নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহিত হয়েছে যা ১লা মার্চ, ২০২১ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর।
১। বর্তমান পলিসিতে রয়েছে ডাবল ডিপোজিটের বিপরীতে ৮০% ঋণ গ্রহণ করতে পারবেন/নিজ বা পরিবারের ১জনের ঋণে ৯০% জামিন দিতে পারবেন। সংশোধিত পলিসিতে রয়েছে (১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর) ডাবল ডিপোজিটের বিপরীতে ৯৫% ঋণ গ্রহণ করতে পারবেন/নিজ বা পরিবারের ১জনের ঋণে ১০০% জামিন দিতে পারবেন।
২। বর্তমান পলিসিতে রয়েছে ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল বন্ডের বিপরীতে ৮০% ঋণ গ্রহণ করতে পারবেন/নিজ বা পরিবারের ১জনের ঋণে ৯০% জামিন দিতে পারবেন। সংশোধিত পলিসিতে রয়েছে (১ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর) ডিভাইন মার্সি জেনারেল হাসপাতাল বন্ডের বিপরীতে ৯৫% ঋণ গ্রহণ করতে পারবেন/ নিজ বা পরিবারের ১জনের ঋণে ১০০% জামিন দিতে পারবেন।
উল্লিখিত বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।
সমবায়ী শুভেচ্ছান্তে,
ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া
সেক্রেটারি
দি সিসিসিইউ লিঃ, ঢাকা।