শিরোনাম :
আর্চবিশপ মজেসের মৃত্যুতে ঢাকা ক্রেডিটের শোক প্রকাশ!
ডিসিনিউজ ॥ ঢাকা
চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
আজ সকালে আর্চবিশপের মৃত্যুর সাথে সাথে তাঁরা ঢাকা ক্রেডিটের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মীদের পক্ষে এক যৌথ বিবৃতির মাধ্যমে এই শোকবার্তা প্রেরণ করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, আর্চবিশপ মজেসের মৃত্যুতে খ্রিষ্টান সমাজসহ বাংলাদেশের অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি ছিলেন শান্তির অগ্রদূত। খ্রিষ্টানদের আধ্যাত্মিক গুরু হওয়ার পাশাপাশি আন্তঃধর্মীয় সংলাপের অগ্রপথিক ছিলেন তিনি। সকল ধর্মের মানুষের সহাবস্থানের জন্য তিনি ছিলেন নির্ভিক পালক। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনের জন্য কাজ করেছেন সব সময়। তাই বাংলাদেশের একজন শান্তির দূত বিদায় নেওয়ার কারণে একটা অপূরনীয় ক্ষতিই হয়েছে।
‘তিনি ক্ষুদ্র জাতিসত্ত্বার প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তাঁর কর্মময় জীবনে শ্রীমঙ্গল, জলছত্র, দিনাজপুর ও চট্টগ্রামের মানুষের জন্য আধ্যাত্মিক ও জীবনমান উন্নয়নে যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। এসব অঞ্চলে আদিবাসীদের বসবাস। আর্চবিশপ মজেস কঠিন অধ্যাবসায়ের মধ্য দিয়ে খ্রিষ্টের এই দ্রাক্ষাক্ষেত্রে সেবা দিয়েছেন। এই ক্ষণজন্মা সাধু পুরুষ সারাটি জীবন মানবসেবায় উৎসর্গ করেছেন। আমরা বিশ্বাস করি, সৃষ্টিকর্তা তাঁর কাছে আমাদের প্রিয় আর্চবিশপকে আশ্রয় দিয়ে তাঁর কাজের যোগ্য পুরস্কার দিয়েছেন’ বিবৃতিতে উল্লেখ করেন তাঁরা।
তাঁরা আরো উল্লেখ করেন, ‘আর্চবিশপ মজেসের মৃত্যু আমাদের জন্য সত্যিই অনেক কষ্টকর। এই মহান মানুষটির শিক্ষা ও জীবনবোধ আমাদের জীবনযাত্রায় ধারন ও পালন করে তাঁর পথ অনুসরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবো আশা করি। আমাদের সকলের উচিত তাঁর জীবন থেকে সেই শিক্ষা নেওয়া। প্রার্থনা করি, সৃষ্টিকর্তা তাঁর সেবককে চিরশান্তি দান করুন।’
উল্লেখ্য, ১৩ জুলাই সকাল ৯টা ২গ মিনিটে আর্চবিশপ মজেস এম. কস্তা (৬৯) ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে খ্রিষ্টান সমাজসহ সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে।