শিরোনাম :
আর্চবিশপ মজেসের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক শোক বিবৃতিতে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু চট্টগ্রামের আর্চবিশপ মজেস এম কস্তা-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মসেজ এম কস্তা-এর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত ভক্ত, অনুসারী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মসেজ এম কস্তা আজ সকাল ৯:২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর এবং তিনি অসংখ্য ভক্ত, অনুসারী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি অসাম্প্রদায়িক নীতি ও উদারনৈতিক মূল্যবোধ ধারণ করে মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। খ্রিস্টান ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব হলেও তিনি ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। (বিজ্ঞপ্তি)
এই সংক্রান্ত আরো সংবাদ
আর্চবিশপ মজেস দূরদর্শীসম্পন্ন আর্চবিশপ ছিলেন: বিশিষ্টজনদের মত