ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আর্চবিশপ মজেস এম. কস্তা’র মৃত্যুতে চট্টগ্রামের খ্রিষ্টভক্তদের মাঝে শোকের ছায়া

আর্চবিশপ মজেস এম. কস্তা’র মৃত্যুতে চট্টগ্রামের খ্রিষ্টভক্তদের মাঝে শোকের ছায়া

0
569

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

চট্টগ্রাম আর্চডায়োসিসের ধর্মপাল মজেস এম. কস্তা সিএসসি’র মৃত্যুতে চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

১৩ জুলাই সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন আধ্যাত্মিক গুরু এবং সবার প্রিয় আর্চবিশপ মজেস এম. কস্তা। The Chittagong Metropolitan Arch diocese এর ওয়েব সাইট  ও মহামান্য কার্ডিনাল মহোদয়ের ক্ষুদে বার্তার মাধ্যমে আর্চবিশপের মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে শোকের ছায়া নেমে আসে খ্রীষ্টভক্তদের মাঝে।

অনেকেই ফেসবুক, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর আত্মার চিরশান্তি কামনা করছেন। তাছাড়া ফোনের মাধ্যমেও একে অপরের সাথে  আর্চবিশপের মৃত্যু সংবাদ ও স্মৃতিচারণ করছেন।

চট্টগ্রামের সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন শিক্ষক ম্যাথায়েছ গোমেজ বলেন, ‘আমরা একজন অভিভাবককে হারালাম। তিনি আমাদের আধ্যাত্মিক গুরু ছিলেন, তাঁর সুদক্ষ পরিচালনায় চট্টগ্রামের কাথলিক মন্ডলী আধ্যাত্মিকভাবে বলীয়ান হয়েছে। তাঁর মৃত্যুতে মন্ডলীর অপূরণীয় ক্ষতি হলো।’

২০১১ সালের ৬ এপ্রিল আর্চবিশপ মজেস চট্টগ্রামের বিশপ হিসেবে তৎকালীন বিশপ প্যাট্রিক ডি’রোজারিও’র স্থলাভিষিক্ত হন। এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারী চট্টগ্রাম ডায়োসিসকে আর্চডায়োসিস এবং বিশপ মজেসকে আর্চবিশপ হিসেবে ঘোষণা দেন পূণ্যপিতা পোপ ফ্রান্সিস। একই বছর ৮ সেপ্টেম্বর তিনি পালিউম গ্রহণ করেন।

আর্চবিশপের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রথম খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয় ১৩ জুলাই, বেলা সাড়ে ১২টা ঢাকায় তেজগাঁও প্যারিসে। দ্বিতীয় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয় নিজ ধর্মপল্লী তুমিলিয়া প্যারিসে। পরে তাঁর মরদেহ চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

১৪ জুলাই সকাল ৭টা হতে দুপুর ২টা পর্যন্ত খ্রিষ্টভক্ত ও সকল মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আর্চবিশপের মরদেহ উন্মুক্ত রাখা হয়। বিকেল ৩টায় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগের পর চট্টগ্রাম ক্যাথিড্রাল প্যারিসের সমাধিস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।