ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আর্চবিশপ মজেস দূরদর্শীসম্পন্ন আর্চবিশপ ছিলেন: বিশিষ্টজনদের মত

আর্চবিশপ মজেস দূরদর্শীসম্পন্ন আর্চবিশপ ছিলেন: বিশিষ্টজনদের মত

0
1103

ডিসিনিউজ || ঢাকা
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম কস্তা সিএসসি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে একাধিক স্ট্রোক হলে তিনি আজ ১৩ জুলাই স্কয়ার হাসপাতালে মারা যান। তেজগাঁও চার্চে দুপুর সাড়ে ১২টায় তাঁর প্রথম অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগে ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁর মরদেহ নেওয়া হয় আর্চবিশপ মজেসের নিজের জন্মস্থান গাজীপুরের তুমিলিয়া ধর্মপল্লীতে। সেখানে তাঁর দ্বিতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই চট্টগ্রামে আর্চবিশপ হাউজে তাঁর মরদেহ সমাধিস্থ করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটান আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা সিএসসি যিশুর প্রকৃত শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ধর্মপাল বিশপ পনেন পল কুবি সিএসসি। তিনি আরো বলেন, ‘আমি কখনো ভাবিনি যে আমার গুরুভাজন আর্চবিশপ মজেস কস্তার অন্ত্যেষ্টিক্রিয়ার খ্রিষ্টযাগ আমাকে উৎসর্গ করতে হবে। আমি তাঁর আত্মার চির শান্তি কামনা করি।’

বিশপ পনেন পল কুবি সিএসসি’র উপদেশের অডিও শুনুন

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘আজ আমরা অত্যান্ত ভারাক্রান্ত মন নিয়ে আর্চবিশপ মজেস কস্তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর্চবিশপ মজেস কস্তা তুমিলিয়া ধর্মপল্লীর সন্তান। আমি ব্যক্তিগতভাবে সেই ধর্মপল্লীর সন্তান। তিনি সব সময় গরিব-দুঃখীদের জন্য চিন্তা করেছেন। তিনি দূরদর্শি বিশপ হিসেবে খ্রিষ্টমন্ডলীকে সেবা দিয়েছেন।’
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও আর্চবিশপ মজেসের অবদানের কথা তুলে ধরে বলেন, ক্যাথলিক মন্ডলীতে তাঁর অবদান অবস্মরণীয় হয়ে থাকবে। তিনি একজন অত্যন্ত সাহসী ও দূরদর্শী সম্পন্ন আর্চবিশপ ছিলেন। তাঁর অবদানের জন্য তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।
আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং ডিসিনিউজকে আর্চবিশপ মজেসের বিষয়ে বলেন, ‘আর্চবিশপ মজেস কস্তার এ চলে যাওয়া বাংলাদেশ ক্যাথলিক মন্ডলীর জন্য অপূরণীয় ক্ষতি। আদিবাসী পাহাড়ী মানুষের জন্য ওনার ভালোবাসা ছিল। আমি তাঁর আত্মার চির শান্তি কামনা করি।’
হলিক্রস সিস্টারদের পক্ষে শোক ও সমবেদনা জানান হলিক্রস সম্প্রদায়ের প্রভিন্সিয়াল সিস্টার ভায়োলেট রড্রিক্স। তিনি ডিসিনিউজকে বলেন, আর্চবিশপ মজেস ছিলেন চিন্তাশীল ও গভীর মননের একজন মানুষ। তাঁর আধ্যাত্মিকতা অনেক গভীর ছিলো।

[wp1s id=”13131″]

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস এম. কস্তা সিএসসি’র সংক্ষিপ্ত জীবনী

আর্চবিশপ মজেস এম কস্তা আর নেই

আর্চবিশপ মজেস এম কস্তার শারীরিক অবস্থার অবনতি