শিরোনাম :
আলিয়াছড়ায় যুবদের আদিবাসী অধিকার ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
হবিগঞ্জের বাহুবল উপজেলা আলিয়াছড়া খাসিয়া পুঞ্জিতে প্রথমবারের মতো “আদিবাসী অধিকার ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ মার্চ) কাথলিক মিশন হোস্টেলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ইনডিজিনাস পিপলস ডেভেলপমেনন্ট সাভিসেস-এর প্রজেক্ট কোর্ডিনেটর রিপন চন্দ্র বানেইয়ের সহায়তায় যুবাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে জানা যায়, অনেক খাসি যুবারা আদিবাসী অধিকার ও মানবাধিকার বিষয়ে অনভিজ্ঞ। বিভিন্নভাবে খাসিয়াদের অবহেলা ও সরকারীভাবে কিংবা বেসরকারীভাবে হোক সুযোগ সুবিধা থেকে বষ্ণিত। প্রধান বিষয় চলে আসে ভূমি নিয়ে সবচেয়ে বেশি সমস্যা। যা এই ভূমি রক্ষার সম্পর্কে ধারনা যুবাদের নেই।
নিজস্ব সংস্কতি, ভূমি অধিকারসহ নানা বিষয়ে এদিন ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে জার্মানির বিলেফ্রেন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ও প্রভাষক ডা. ইভা রোজালিয়া আদিবাসী পরিচয়, সংস্কৃতি ও লিঙ্গ বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের নারীবিষয়ক সম্পাদক বাবলী তালাং আদিবাসীদের ভূমি অধিকার, নারী অধিকার ও নেতৃত্ব বলেন, ‘আমরা এমন জায়গাই বাস করছি, যেখানে প্রতিনিয়ত ভূমি অধিকার নিয়ে লড়াই করছি এবং লড়াই চালিয়ে যেতে হবে। আমাদেরকে বিভিন্ন ভাবে ইকো-পার্ক, সামাজিক বনায়ন শিল্প প্রতিষ্ঠানের নামে উচ্ছেদ করতে চায় বিভিন্ন মহল। সরকারও জমির অধিকার দিচ্ছে না। মূল সমস্যা এখন দেখা দিচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি ‘
রিপন চন্দ্র বানাই বলেন, ‘আদিবাসীরা এ দেশে শত শত বছর বাস করে আসছে কিন্তু সরকার আদিবাসীদের গুরুত্ব না দিয়ে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের গুরুত্ব দিচ্ছে এবং সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে।’
আরবি.আরপি.১২ মার্চ, ২০১৮