ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আলীয়াছড়ায় সাধু আন্তনীর নতুন গির্জা উদ্বোধন

আলীয়াছড়ায় সাধু আন্তনীর নতুন গির্জা উদ্বোধন

0
796

ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার গির্জাটি এখন থেকে সাধু আন্তনীর গির্জা হিসেবে ঘোষণা করা হলো।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শ্রীমঙ্গল ধর্মপল্লীর অধিনে আলীয়াছড়া খাসিয়া পুঞ্জিতে উদ্বোধন করা হয় সাধু আন্তনীর নতুন গির্জা। একই সাথে গির্জার পাশে মা-মারীয়ার নতুন গ্রোটো উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় ফিতা কেটে সিলেটের বিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই এর উদ্বোধন করেন। এরপর ধর্মীয় মূর্তিগুলো আশির্বাদ করা হয়।

এ দিন বিশপ বিজয় বলেন, ‘পুন্যপিতা আমাদেরকে ভালবেসে এ দেশে এসেছেন। আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরী করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাদার সুব্রত বনিফাস টুলেন্টিনু সিএসসি, পবিত্র ক্রুশ সংঘের সংঘ পাল ফাদার জেমস্ ডি’ক্রুশ সিএসসিসহ ১৩ জন যাজক।