ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট আলোকিত শিক্ষা গুরু রাফায়েল কোড়াইয়ার চল্লিশার প্রার্থনানুষ্ঠান

আলোকিত শিক্ষা গুরু রাফায়েল কোড়াইয়ার চল্লিশার প্রার্থনানুষ্ঠান

0
226

ডিসিনিউজ ।। ঢাকা

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়ার বাবা আলোকিত শিক্ষাগুরু রাফায়েল কোড়াইয়ার আত্মার চিরশান্তি কামনা ও চল্লিশা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় তাঁর আত্মার কল্যাণ কামনায় মাউছাইদে প্রয়াতের বাড়িতে এক খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ফাদার ডমিনিক সেন্টু রোজারিও। এরপর অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ করেন ফাদার ডমিনিক সেন্টু রোজারিও, কর্নেল যোসেফ অনিল রোজারিও, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জন গমেজ, মারিয়া ডি’কস্তা, প্রয়াতের ছেলে ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও গ্রামবাসী।

এ সময় শিক্ষক রাফায়েল কোড়াইয়ার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

১৭ জানুয়ারি রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে তিনি মাউছাইদের নিজ বাসায় প্রাণত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

১৮ জানুয়ারি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, প্রিয় শিক্ষার্থীবৃন্দের চোখের জলে মাউছাইদ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

রাফায়েল কোড়াইয়া ১৯৩১ সালের ১৫ আগস্ট পিতা আন্তনী বাঁশি কোড়াইয়া ও মাতা খ্রীষ্টিনা এলিজাবেথ কোড়াইয়ার কোলে জন্ম নেন। তিনি পেশায় ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। এ ছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি মাউসাইদ সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, ভিনসেন্ট ডি’পলের সভাপতি, পালকীয় পরিষদের সক্রিয় সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।