শিরোনাম :
আসছে অ্যাপলের নতুন আইপ্যাড
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চলতি মাসেই একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, ওই অনুষ্ঠানে অ্যাপল আইপ্যাড প্রো লাইন আপসহ বড় মাপের আইফোন এসইর সংস্করণ ও অ্যাপল ওয়াচ ব্যান্ডের ঘোষণা দেবে।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছ, তিনটি নতুন মডেলের আইপ্যাড নিয়ে গুঞ্জন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাড়ে ১০ ইঞ্চি মাপের, একটি ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের ও আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের।
সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোতে হোম বাটন থাকবে না। এতে আরও উন্নত ডিসপ্লে ও কোয়াড মাইক্রোফোন থাকতে পারে। ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোর পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ট্রুটোন ডিসপ্লে থাকবে। ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাডে হালনাগাদ বেশ কিছু ফিচার থাকবে।
এদিকে, চলতি বছরে অ্যাপল ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের আইফোন ৮ আনতে পারে বলে গুঞ্জন রটেছে। ওই ফোনকে বলা হচ্ছে আইফোন এক্স। এ ছাড়া আইফোন ৭ ও ৭ প্লাসের হালনাগাদ সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: আইএএনএস।
এসএস/আরপি/আরবি/১৯ মার্চ, ২০১৭