ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ২২ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আসছে অ্যাপলের নতুন আইপ্যাড

আসছে অ্যাপলের নতুন আইপ্যাড

0
460

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চলতি মাসেই একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। বিশ্লেষকেরা ধারণা করছেন, ওই অনুষ্ঠানে অ্যাপল আইপ্যাড প্রো লাইন আপসহ বড় মাপের আইফোন এসইর সংস্করণ ও অ্যাপল ওয়াচ ব্যান্ডের ঘোষণা দেবে।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছ, তিনটি নতুন মডেলের আইপ্যাড নিয়ে গুঞ্জন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে সাড়ে ১০ ইঞ্চি মাপের, একটি ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের ও আরেকটি ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের।

সাড়ে ১০ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোতে হোম বাটন থাকবে না। এতে আরও উন্নত ডিসপ্লে ও কোয়াড মাইক্রোফোন থাকতে পারে। ১২ দশমিক ৯ ইঞ্চি মাপের আইপ্যাড প্রোর পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ও ট্রুটোন ডিসপ্লে থাকবে। ৯ দশমিক ৭ ইঞ্চি মাপের আইপ্যাডে হালনাগাদ বেশ কিছু ফিচার থাকবে।

এদিকে, চলতি বছরে অ্যাপল ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের আইফোন ৮ আনতে পারে বলে গুঞ্জন রটেছে। ওই ফোনকে বলা হচ্ছে আইফোন এক্স। এ ছাড়া আইফোন ৭ ও ৭ প্লাসের হালনাগাদ সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র: আইএএনএস।

এসএস/আরপি/আরবি/১৯ মার্চ, ২০১৭