ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

আহা আজি এ বসন্তে!

0
2683

ফুল ফুটক আর না-ই ফুটুক আজ বসন্ত। প্রকৃতির অপরূপ বৈচিত্র্যের রাজা বসন্ত।  ভোরে সূর্য  উদয়  এর মধ্য দিয়ে যাত্রা শুরুকরল বসন্তের আর বাংলার প্রকৃতিতে যোগ করল আরেকটি কাল শীতের বিদায় আর ঋতুরাজ বসন্তের আগমন ।পত্রপল্লবীর ফাঁকে লুকিয়ে থেকে বসন্তের দূত কুহু কুহু সুরে বলে দিচ্ছে,বসন্ত!

ফাগুনে জেগে ওঠে বৈচিত্র্যের সমাহার।জেগে ওঠে বাংলার যৌবনোদীপ্ত নবরূপ।শীতের পাতাঝরা থেকে বিদায় নিয়ে প্রকৃতির কোলে ফাগুন এনে দেয় একটি নব জন্মের আহ্বান। গাছে গাছে নতুন পত্রপল্লব।দিকে দিকে ফুলের সমাহার।কোনো রেনুকার বেনুকায় শোভা পায় পুষ্পমঞ্জরীর ঢালি।

ছবি: রবীন ভাবুক
ছবি: রবীন ভাবুক

কবিদের কণ্ঠে বাজে “আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশাকারা যে ডাকিল পিছে! বসন্তএসে গেছে” এরূপ আরো অনেক কাব্য, গান,ছড়া,উপন্যাস কবি- সাহিত্যিকদদের মনে সাড়া দেয় এই বসন্ত।

বাংলা কালগুলোর মধ্যে সর্বশেষ এই কাল বসন্ত। ফাল্গুন আর চৈত্র নিয়েই এই বসন্ত।  ফাল্গুন শব্দটি এসেছে ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে আর চৈত্র শব্দটি এসেছে চিত্রা নক্ষত্রের নাম অনুসারে। শীতের খানিকটা রুক্ষতা পেরিয়ে আর্বিভাব হয় বসন্তের।

১৮ বছর আগে বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি ফুলের প্রীতি বন্ধনী ও বসন্ত কথনের মাধ্যমে রাজধানীর চারটি স্পটে কাল বসন্ত বরণের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসঙ্গীতের মুর্ছনার মধ্যদিয়ে শুরু হয়েছে বসন্ত আবাহন। চলবে দুপুর ১২টা পর্যন্ত। সেখানেই আবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে বসন্ত বন্দনার উৎসব। এ ছাড়া বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একযোগে বসন্ত আবাহনের উৎসব চলবে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ ও উত্তরার ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে।

উৎসবে শিশু-কিশোরদের পরিবেশনা, আদিবাসী পরিবেশনা, বসন্ত কথন পর্ব, আবীর ও প্রীতিবন্ধনী বিনিময়, দলীয় সঙ্গীত, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, একক আবৃত্তি, বাউল সঙ্গীত পরিবেশিত হবে।

মায়াময় বসন্ত সবাইকে কেড়ে নেয় নিজের ভালবাসার মোহে। যেন প্রেমিকা তার প্রেমিককে মায়া বন্ধনী দিয়ে আবদ্ধ করে রাখে, তেমনি নব ফাগুন সবাইকে নিজের মায়ামন্ত্রে আচ্ছান্ন করে রাখে।

নব বসন্ত বাঙালির প্রাণে নতুনত্বে প্রাণ সঞ্চার করুক এটাই হোক বসন্ত বরণে অভিপ্রায়।

আরবি/ এসএন/ আরএস/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭