ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ইংরেজি একটি সর্বজনীন ভাষা : শিক্ষার্থীদের সনদপ্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ

ইংরেজি একটি সর্বজনীন ভাষা : শিক্ষার্থীদের সনদপ্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ

0
425

অনুষ্ঠিত হলো ঢাকা ক্রেডিটের স্পোকেন ইংলিশ কোর্সের ৩৩তম ব্যাচের সনদপত্র প্রদান ও ৩৪তম ব্যাচের বরণ অনুষ্ঠান।

৩ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৭টায় ঢাকা ক্রেডিট সমিতির প্রধান কার্যলয়ের বিকে.গুড কনফারেন্স হলে বহির্গমন শিক্ষার্থীদের সনদপত্র প্রদান এবং নতুনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। প্রধান অতিথি তাঁর শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের বলেন, ইংরেজি একটি সর্বজনীন ভাষা, যা প্রত্যেকের জানা প্রয়োজন। শুধু ইংরেজি জানার কারণে বিশ্বটাই উন্মুক্ত হয়।

প্রধান অতিথি গমেজ আরো বলেন, ‘স্পোকেন ইংলিশ কোর্স ঢাকা ক্রেডিটের একটি সামাজিক উন্নয়ন প্রকল্প। আদর্শ প্রতিষ্ঠানের একটি সনদপত্র সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য অনেক সহায়ক। এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে তারা আইইএলটিএস করার সুযোগ নিতে পারেন এবং ভাল করলে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সুযোগ পেতে পারেন।’

তিনি খ্রিষ্টান শিক্ষার্থীদের সমিতির সদস্যপদ গ্রহণসহ নানা সুবিধা নেওয়ার আহ্বান জানান।

‘পৃথিবীর যেখানেই যান না কেন, সেখানে ইংরেজির প্রয়োজন আছে। আপনাদের মতো ইংরেজি শেখার সুযোগ আমরা পাইনি’ বলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি এবং স্পোকেন ইংলিশ কোর্সের আহ্বাক পংকজ গিলবার্ট কস্তা।

স্পোকেন ইংলিশ কোর্সের কো-অর্ডিনেটর মো. দেওয়ান রেজাওয়ান নবী (রেজা) বলেন, ঢাকা ক্রেডিট জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য স্পোকেন ইংলিশ এবং আইইএলটিএস কোর্সের আয়োজন করে আসছে। সকল ধর্মের শিক্ষার্থী একসাথে ক্লাস করলে বেশি ফলপ্রসূ হয়।’

রেজা স্যার আরো বলেন, ঢাকা ক্রেডিটে স্পোকেন কোর্সের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং নিরিবিলি পরিবেশ রয়েছে, যা বাইরের প্রতিষ্ঠানে পাওয়া কঠিন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ঢাকা ক্রেডিটের ট্রেজারার বিপুল লরেন্স গমেজ বলেন, ‘ভাল ইংরেজি জানলে চাকরির ক্ষেত্রে ভাল সুযোগ-সুবিধা পাবেন।’

ঢাকা ক্রেডিটে গত প্রায় এক যুগ ধরে স্বল্প খরচে স্পোকেন ইংলিশ কোর্স এবং আইইএলটিএস কোর্সের আয়োজন করে আসছে, জানান সমিতির ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ। ‘এখানে কোর্স করে অনেক শিক্ষার্থী আজ পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে পড়াশোনা করছে। তারা আমাদের উদ্যোগের প্রতি কৃতজ্ঞ।’ ভাইস-প্রেসিডেন্ট এডমিন এন্ড এইচআর বিভাগ, রেজা স্যার, শিক্ষার্থী এবং উপস্থিত অভিভাবকদের ধন্যবাদ জানান।

কোর্স কার্যক্রমে প্রথম হয়েছেন রিয়া ম্যারিলিন কস্তা। ৩৩তম ব্যাচের প্রতিনিধি হিসেবে শিক্ষার্থী রিয়া ইংরেজিতে তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই কোর্স তাকে অনেক কিছু দিয়েছে। আনুষ্ঠানিক লেখাপড়ায় যা শিখতে পারেননি, তিনি তা এখানে শিখতে পেরেছেন। এখন সংকোচ ছাড়াই ইংরেজি বলতে পারেন, বলে উল্লেখ করেন রিয়া। তিনি ডিসি নিউজকে জানান, তিনি ইউরোপের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চেষ্টা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর আনন্দ ফিলিপ পালমা, প্রতাপ গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও, সদস্য পাপড়ি আরেংসহ আরো অনেকে।

প্রারম্ভিক প্রার্থনা করেন ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই রোজারিও এবং শেষ প্রার্থনা করেন সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এবং শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

৩৩তম ব্যাচে ২২জন সনদপত্র গ্রহণ করেন এবং ৩৪তম ব্যাচে ৩৬ জন শিক্ষার্থী নতুনভাবে কোর্সে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ড অব ডিরেক্টর পাপিয়া রিবেরু।

দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে ঢাকা ক্রেডিট সমিতি এই কোর্স পরিচালনা করে আসছে। এডমিন এন্ড এইচআর বিভাগ উল্লিখিত স্পোকেস ইংলিশ ও আইইএলটিএস-এর এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধান করে।

সংশ্লিষ্ট এডমিন এন্ড এইচআর বিভাগ সূত্রে জানা যায়, চলমান এপ্রিল মাসের ১৫ তারিখে আইইএলটিএস কোর্সের-এর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে।

এইচআর.আরপি.০৩.০৪.২০১৯