ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ইংরেজি বলার দক্ষতা বাড়াচ্ছে ঢাকা ক্রেডিটের স্পোকেন ইংলিশ কোর্স

ইংরেজি বলার দক্ষতা বাড়াচ্ছে ঢাকা ক্রেডিটের স্পোকেন ইংলিশ কোর্স

0
838

ডিসিনিউজ, ঢাকা
সুমন দাস একজন পুরুষ নার্স। তিনি চাকরি করেন ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে। তিনি যেখানে সেবা দেন সেখানে ইংরেজিতে কথা বলে এমন রোগী প্রায়ই ভর্তি হয়। কর্মক্ষেত্রে ইংরেজি ভালোভাবে বলতে পারার তাগিদ অনুভব করেন। তিনি জানতে পারেন ঢাকা ক্রেডিটে স্পোকেন ইংলিশ এন্ড লাইফ স্টাইল কোর্সের আয়োজন করে থাকে। ভর্তি হন সেখানে। আজ তিনি ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ে এসেছিলেন এই কোর্সের সার্টিফিকেট নিতে। তিনি ডিসিনিউজকে বলেন, ‘আমি আগে ভালোভাবে ইংরেজি বলতে পারতাম না। কর্মক্ষেত্রে এসে ইংরেজিতে কথা বলার গুরুত্ব বুঝতে পারি। তখনই ঢাকা ক্রেডিটের মধ্য দিয়ে কোর্স করে আমি এখন খুব উপকৃত হয়েছি। আমার জড়তা অনেকটাই কেটে গেছে।’
ঠাকুরগাঁয়ের যুবক সুমন দাসের মতো ২৫ জন আজ ঢাকা ক্রেডিট আয়োজিত ৩৬তম ব্যাচের স্পোকেন ইংলিশ এন্ড লাইফ স্টাইল কোর্সের সার্টিফিকেট গ্রহণ করেছেন। সমিতির বি কে গুড কনফারেন্স হলে কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।
ক্রেডিটের সেক্রেটারি ও স্পোকেন ইংলিশ কোর্সের কনভেনর হেমন্ত কোড়াইয়া স্বগত বক্তব্যে বলেন, ‘ঢাকা ক্রেডিটের কোনো কোনো সেবা সদস্য ছাড়াও গ্রহণ করতে পারে। তার মধ্যে স্পোকেন ইংলিশ এন্ড লাইফস্টাইল কোর্স অন্যতম। ঢাকা ক্রেডিট মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ধরনের সেবা দিয়ে থাকে।’
তিনি আরো বলেন, সদস্যরা বিভিন্ন উৎসব যেমন বড়দিন, ইস্টার সানডে, বিবাহ উপলক্ষে সঞ্চয় করতে পারে। এই প্রকল্পগুলোর সুদ তুলনামূলক বেশি। তাই আমি উৎসব ও বিবাহ সঞ্চয় প্রকল্পে নিয়মিত সঞ্চয় করার আহ্বান জানাই। ঢাকা ক্রেডিটের সেক্রেটারি উচ্চ শিক্ষা ঋণ, সলভেন্সি ঋণ বিষয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করনে। তিনি স্পোকেন ইংলিশ কোর্সে নিয়মিত উপস্থিত থেকে ভালভাবে ইংরেজি শেখার অনুপ্রেরণা দেন। আগামী ২৯ ফেব্রুয়ারি কেরিয়ার প্ল্যানিংয়ের ওপর সেমিনারে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
প্রসঙ্গত, আজ ৩৭তম ব্যাচের স্পোকেন ইংলিশ এন্ড লাইফস্টাইল কোর্স ও ২১তম ব্যাচের আইইএলটিএস কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
‘ঢাকা ক্রেডিট হলো নিজেকে সমৃদ্ধ করার জায়গা। শুধু ঋণ দেওয়া-নেওয়া নয়, ঢাকা ক্রেডিট বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে। ঢাকা ক্রেডিট ভালো মানুষ হতে সাহায্য করে,’ বলেন ঢাকা ক্রেডিটের ট্রেজারার পিটার রতন কোড়াইয়া।
ঢাকা ক্রেডিটের সিইও লিটন টমাস রোজারিও অনুষ্ঠানে বলেন, ‘আমরা ভুল থেকে শিখি। ছোট শিশুরাও প্রথমে কথা বলার সময় শিখে। আমরাও স্পোকেন ইংলিশ কোর্সে ভুল করে শিখতে পারি। আমি আশা করি এই কোর্স আপনাদের জীবনের জন্য সহায়ক হবে।’
স্পোকেন ইংলিশ এন্ড লাইফস্টাইল কোর্সেও কো-অডিনেটর দেওয়ান রেজাউন নবী (রেজা) বলেন, যারা কোর্স শেষ করে চলে যাবে, তাদের ধন্যবাদ। যারা কোর্স শুরু করবে, তাদের স্বাগত। যারা ঢাকা ক্রেডিটের ইংরেজি কোর্সে ভর্তি হয়েছেন, তারা নিজেদের দক্ষ ও সমৃদ্ধ করতে পারছেন। এটা একটা বিরাট সুযোগ নিজেকে তৈরি করার।
ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস ধন্যবাদ বক্তব্যে বলেন, যারা কোর্সের আয়োজন ও পরিচালনা করেছেন তাদের ধন্যবাদ জানাই। ইংরেজি আমাদের পারিবারিক ও চাকরি জীবনে প্রয়োজন। ইংরেজি ছাড়া এখন চলা সম্ভব নয়। ইংরেজি বলার সময় ভুল হতে পারে, তবে সেই ভুল বার বার করা যাবে না।’
শেষে প্রার্থনা করেন সুপারভাইজরি কমিটির সদস্য ষ্টেলা হাজরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর সলোমন ইগ্নেসিয়াস রোজারিও, মনিকা গমেজ, প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর ও স্পোকেন ইংলিশ এন্ড লাইফস্টাইল কোর্স ও আইইএলটিএস কোর্সের সেক্রেটারি পাপিয়া রিবেরু।
প্রসঙ্গত, স্পোকেন ইংলিশ এন্ড লাইফস্টাইল কোর্সে মোট ২৪টি ক্লাস হয়, কোর্স ফি ২,৫০০ টাকা। আইইএলটিএস কোর্সে ২৪টি ক্লাস হয়, কোর্স ফি ৬,৫০০ টাকা। এই কোর্সগুলো শিখে শিক্ষার্থীরা ব্যক্তিগত ও কর্মজীবনে নিজেদের সমৃদ্ধ করছেন। অধিকাংশই উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন।