শিরোনাম :
ইটালিতে করোনাভাইরাসে কমপক্ষে ১০ জন ফাদার মারা গেছেন
|| ডেক্স নিউজ ||
আন্তর্জাতিক সংবাদ সংস্থা কাথলিক নিউজ এজেন্সি বলছে, ইটালিতে করোনাভাইরাসে কমপক্ষে ১০ জন ফাদার মারা গেছেন। তাঁদের মধ্যে ছয়জনই হচ্ছেন পোপ সেন্ট জন ত্রয়োদশের নিজ শহর লোমবার্ডির বারগামোর অধিবাসী। বারগামোর বিশপ ফ্রান্সিসকো জানিয়েছেন, তাদের ধর্মপ্রদেশের কমপক্ষে ২০ জন পুরোহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইটালিতে এই পর্যন্ত ২,১৫৮ জন করোনাভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ।