শিরোনাম :
ইতালিতে করোনাভাইরাসে কমপক্ষে ২৮ জন ফাদার মারা গেছেন
।। ডেক্স নিউজ ।।
ইতালিতে করোনাভাইরাসে কমপক্ষে ২৮ জন ফাদার মারা গেছেন।
মারা যাওয়া ফাদারদের মধ্যে বেশির ভাগের বয়সই ছিলো ৮০ বছর। একজন তুলনামূলক কম বসয়ী ফাদার মারা গেছেন যাঁর নাম ফাদার আন্দ্রে। তাঁর বয়স ৫৩ বছর।
পুণ্য পিতা পোপ ফ্রান্সিস খ্রিষ্টভক্ত ও ফাদারগণ মারা যাওয়াতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি ভক্তদের অবিরত প্রার্থনার আহ্বান জানান।
ইতালিতে এই পর্যন্ত চার হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার মানুষ।
সুত্র: কাথলিক হ্যারাল্ড