শিরোনাম :
ইতিহাসে সর্বপ্রথম ঢাকা ক্রেডিট অ্যাপ (ভিডিও)
৬৪ বছরের ইতিহাসে সর্বপ্রথম ঢাকা ক্রেডিট অ্যাপ-এর যাত্রা করা হলো। সমিতিটি এর ৬৪ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে এর উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে সমিতির সদস্যরা ঢাকা ক্রেডিটের বিভিন্ন প্রজেক্টের তথ্য, ঢাকা ক্রেডিটের সকল সেভিংস প্রোডাক্ট সম্পর্কে জানা,ঋণ আবেদন করা, গৃহীত ঋণের ইন্টারেস্ট ক্যালকুলেশন, বিভিন্ন হালনাগাদ তথ্য জানা ও সুবিধা পাওয়া যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালঅ্যাপের উদ্বোধন করেছেন।
কী সুবিধা আছে এতে
একজন সদস্য হোম পেইজে ঢাকা ক্রেডিট অ্যাপের সকল সার্ভিস দেখতে পাবেন এবং চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার্ভিসে প্রবেশ করতে পারবেন।
নিউজ ফিডের মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিট ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ক্রেডিট ইউনিয়ন এবং সমবায় অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সংবাদ জানতে পারবেন।
নোটিফিকেশন-এর মাধ্যমে ঢাকা ক্রেডিট যে সকল নোটিশ এবং ম্যাসেজ প্রদান করে, তা স¤পর্কে অবগত হতে পারবেন।
কন্ট্যাকটস-এর মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিটের সকল সার্ভিস সেন্টারের ঠিকানা জানতে পারবেন। শুধু তাই নয়, ‘কল নাও’ বাটনে ক্লিক করার মাধ্যমে সরাসরি চাহিদা অনুযায়ী সেবাকেন্দ্রে কল করতে পারবেন।
সেভিংস প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিটের সকল সেভিংস প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত জানতে পারবেন।
আরো পড়ুন: ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের সাক্ষাৎকার
এ্যাকাউন্টস-এর মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত এ্যাকাউন্ট-এর আর্থিক তথ্যসহ অন্যান্য তথ্য জানতে পারবেন। এ ছাড়াও আপনি আপনার গৃহীত ঋণের ইন্টারেস্ট ক্যালকুলেশনও করতে পারবেন।
লোন প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে আপনি ঢাকা ক্রেডিটের সকল লোন প্রোডাক্ট স¤পর্কে বিস্তারিত জানতে পারবেন।
প্রোজেক্টস’ বাটনে ক্লিক করে আপনি ঢাকা ক্রেডিটের সকল প্রোজেক্ট স¤পর্কে জানতে পারবেন।
আপনার জরুরি অবস্থায় এ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে আপনি ‘ইমার্জেন্সি’ বাটনে ক্লিক করার মাধ্যমে সরাসরি ঢাকা
ক্রেডিটের জরুরি নম্বরে কল করতে পারবেন।