ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ইস্টার সানডের পর পানজোড়ার সাধু আন্তনীর তীর্থ

ইস্টার সানডের পর পানজোড়ার সাধু আন্তনীর তীর্থ

0
605

ডিসিনিউজ ।। ঢাকা

করোনার কারণে প্রতি বছরের মতো ফ্রেবুয়ারির প্রথম শুক্রবার পানজোড়া সাধু আন্তনীর তীর্থ না হওয়াতে এবার ইস্টার সানডের পর এই তীর্থ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাগরী পালকীয় পরিষদে এক ঘোষণায় এ তথ্য জানা যায়।

আন্তনীভক্তদের জন্য ইস্টার সানডের পর নভেনা প্রার্থনা ও ২৩ এপ্রিল তীর্থ অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক মহামারী করোনার কারণে এ বছর নির্ধারিত সময়ে সাধু আন্তনীর নভেনা ও পর্ব পালন হয়নি। কিন্তু আন্তনীভক্তদের জন্য ইস্টার সানডের পর নভেনা প্রার্থনা ও ২৩ এপ্রিল তীর্থ অনুষ্ঠিত হবে।

১৪-২২ এপ্রিল পর্যন্ত নভেনা প্রার্থনা চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় এবং বিকাল ৪টায় নভেনা খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। অন্যদিকে ২৩ এপ্রিল তীর্থের খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম তীর্থের খ্রিষ্টযাগ এবং সকাল ১০টায় দ্বিতীয় খ্রিষ্টযাগ অনুষ্ঠিত হবে।

তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এই তীর্থের খ্রিষ্টযাগে অংশগ্রহণ করতে হবে বলে জানা যায়।