ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের শুভেচ্ছা

ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের শুভেচ্ছা

0
884

আগামীকাল ১২ এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ পবিত্র ইস্টার সানডে। এ দিন খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডে বিপথগামী ইহুদীরা তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রবিবার দিন তিনি মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। পুনরুত্থানের এই সংবাদ খ্রিস্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের, খুবই তাৎপর্যপূর্ণ। এই বার এমন এক সময় এবং পরিস্থিতিতে ইস্টার সানডে উদ্যাপিত হচ্ছে যখন বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষ করোনা ভাইরাসের প্রার্দুভাবে আতংকগ্রস্থ। বাংলাদেশসহ সারা পৃথিবীব্যাপী যে সমস্ত ভাই ও বোনেরা মৃত্যু বরণ করেছেন তাঁদের আত্মার মঙ্গল কামনা করছি এবং যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের সুস্থ্যতা কমনা করছি।

ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্তবিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রিস্টান ভাই-বোনদের ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা এই বিপদ সংকুল সময়ে ধৈর্য্য এবং সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে বিত্তশালী মানুষদের দরিদ্র ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্ধার্ত আহ্বান জানিয়েছেন। তাঁরা সকলকে সরকারের সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)