শিরোনাম :
ঈদ উপলক্ষে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর শুভেচ্ছা
প্রিয় মুসলমান ভাইবোনেরা
বড়ো কঠিন সময়ে, রমজানের সিয়াম, বড়ো কঠোর আত্মত্যাগের মধ্য দিয়ে সম্পন্ন করেছেন।
সর্বশক্তিমান করুণাময়ের পবিত্র ইচ্ছা পালন করার সাধনা আপনারা করেছেন। এবারকার ঈদে এটাই আপনাদের সকল আনন্দের মূল অনুভূতি ও তৃপ্তি।
আপনাদের সকল না-পাওয়ার অতৃপ্তি ও পাওয়ার তৃপ্তির আনন্দের সঙ্গে একাত্ম হয়ে, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ঈদ মোবারক।
প্রার্থনা করি সবার সুস্হতা এবং করোনা থেকে আপনাদের এবং দেশের মুক্তি ও সুরক্ষা।
(ফেসবুক থেকে নেওয়া)