ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কলিন্স মনি

ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কলিন্স মনি

0
749

ডিসিনিউজ ।। ঢাকা

ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন কলিন্স মনি সরকার।

আজ সকালে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লাঞ্চজনিত সংক্রমনে ভুগছিলেন এবং স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

তিনি ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের স্ত্রী মার্সিয়া মিলি গমেজের ছোট বোন জামাই।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তাঁরা প্রয়াত কলিন্সের আত্মার কল্যাণ কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কলিন্স মনির মৃতদেহ আজ গাজীপুরের কেওয়াচালায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মিরপুর বসবাস করতেন, পরবর্তীতে কেওয়াচালায় বাড়ি নির্মাণ করেছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী পলি বাড়ৈ এবং এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।