শিরোনাম :
ঈশ্বরের সেবক টি.এ গাঙ্গুলির ৪১তম মৃত্যুবার্ষিকী পালন
২ সেপ্টেম্বর, ঈশ্বরের সেবক থিওটনিয়াস অমল গাঙ্গুলির ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
রবিবার বিকাল ৫টায় খ্রিষ্টযাগ ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ঈশ্বরের সেবক আর্চবিশপ গাঙ্গুলির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
খ্রিষ্টযাগের শুরুতে ঈশ্বরের সেবক আর্চবিশপ গাঙ্গুলির জীবনকর্মের উপর ১০ মিনিটের একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করে খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
কার্ডিনাল প্যাট্রিক বাণী সহভাগিতায় বলেন, ‘ঈশ্বরের সেবকের অন্তর থেকে বেরিয়ে এসেছে মানুষের প্রতি, যীশুর প্রতি ভালবাসা, সততা, মিতচারী, পবিত্রতা, বিচক্ষণতা, সৎসাহস, ন¤্রতা এবং বিশ্বস্ততা।’
তিনি আরো বলেন, ‘গত বারো বছর ধরে বাংলাদেশের প্রথম আর্চবিশপ অমল গাঙ্গুলিকে নিয়ে শুরু হয়েছে গবেষণা, ধ্যান-প্রার্থনা, তাঁর বিষয়ে মানুষের সাক্ষ্যদান। এই সকল তথ্য চলতি বছরে এপ্রিল মাসে রোমের পবিত্র দপ্তরে পাঠানো হয়েছে।’
এ সময় কার্ডিনাল প্যাট্রিক আর্চবিশপ অমল গাঙ্গুলিকে ধন্য এবং সাধু শ্রেণিভুুক্তির জন্য সকলকে প্রার্থনা করার জন্য অনুরোধ করেন।
খ্রিষ্টযাগের শেষে ঈশ্বরের সেবক আর্চবিশপ গাঙ্গুলির করবে পুষ্পাস্তবক দিয়ে শ্রদ্ধা জানান কার্ডিনাল, বিশপ, ফাদার-সিস্টারসহ অন্যান্য খ্রিষ্টভক্তরা।
এ দিন ঢাকা ক্রেডিটের পক্ষে আর্চবিশপ অমল গাঙ্গুলির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিটের বোর্ড অব ডিরেক্টর রতন পিটার কোড়াইয়া, নিলু জন চাম্বুগং, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের সিইও মেজর জেনারেল জন গমেজ, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, সদস্য প্রত্যেশ রাংশা, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মানিক লরেন্স রোজারিও।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, সংগ্রামী মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়ার নেতৃত্বে যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, নির্বাহী সদস্য ভিক্টর রেসহ সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান ঈশ্বরের সেবক আর্চবিশপ গাঙ্গুলির কবরে। এ ছাড়াও অন্যান্য সংগঠন, অঙ্গ সংগঠনসহ সাধারণ খ্রিষ্টভক্তরা শ্রদ্ধা নিবেদন করেন।
আরবি.এইচআর. ২ সেপ্টেম্বর ২০১৮