ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর জন্ম শতবার্ষিকী পালন

ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর জন্ম শতবার্ষিকী পালন

0
1264

|| ডিসিনিউজ, ঢাকা ||

ধর্মীয় ভাব-গাম্বীর্যের মধ্য দিয়ে আজ দেশে বিভিন্ন স্থানে ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। ভক্তি-শ্রদ্ধার সাথে তাঁর জন্ম শতবার্ষিকীতে আলোচনা করা হয়েছে তাঁর কর্মময় পৈরিতিক জীবন নিয়ে।
বিকাল পাঁচটায় ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর ওপর আলোচনা হয় ঢাকার তেজগাঁও গির্জায়। এতে আলোচনায় অংশ নেন আর্চবিশপ টি এ গাঙ্গুলী মোমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফাদার প্রশান্ত টি রিবেরু, ট্রাস্টের সেক্রেটারি প্রাক্তন শিক্ষক জেরাল্ড রড্রিক্স ও সিস্টার পলিন গমেজ সিএসসি।
আলোচনা শেষে তেজগাঁও গির্জায় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। তিনি উপদেশ বাণীতে বলেন, ‘আমি আহ্বান করি ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর যে গুণগুলো ছিলো তা যেন আমরা প্রত্যেকে জীবনে চর্চা করি। সবার কাছে আকুল আবেদন করি যেন, সকলে ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর জন্মশতবার্ষিকী পালন করতে তাঁরই মধ্যস্থতায় ঈশ্বরের কাছ থেকে এমন অনুগ্রহ যাচ্ঞা করেন যা ঈশ্বরের অলৌকিক বা আশ্চর্য কাজ বলে প্রমাণিত হতে পারে।’
খ্রিষ্টযাগে প্রার্থনা করা হয়েছে ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর যেন দ্রুত সাধু হতে পারেন। ছেলে-মেয়েরা যেন ধর্মীয় জীবনে প্রবেশ করে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রে কাজ করে।
একই দিন মান্ডলীকভাবে ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে নবাবগঞ্জের হাসনাবাদ ধর্মপল্লীতে ও গাজীপুরের নাগরী ধর্মপল্লীতে। নাগরীতে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেছেন ঢাকার অবসরপ্রাপ্ত বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি ও হাসনাবাদে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেছেন ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ।
ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর জন্ম শতবার্ষিকী উদযাপনে অংশ নিয়েছেন হাজারো খ্রিষ্টভক্ত। তারা টি এ গাঙ্গুলীর মধ্যস্থতায় প্রার্থনা করেছেন।
থিওটোনিয়াস অমল গাঙ্গুলী ছিলেন প্রথম বাঙ্গালী বিশপ ও আর্চবিশপ। ২০০৬ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর তৎকালীন ঢাকার আর্চবিশপ পৌলিনুস কস্তা আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীকে সাধুশ্রেণীভুক্তকরণের প্রথম ধাপ ‘ঈশ্বরের সেবক’ পদে উন্নিত করেন। পর্যায়ক্রমে তিনি ‘পূজনীয়’ ও ‘ধন্যশ্রেণীভুক্তকরণের’ নির্দিষ্ট প্রক্রিয়া সমাপ্ত করে ‘সাধু’ শ্রেণীভুক্ত হবেন।
তাঁকে সাধু ঘোষণা করতে হলে কমপক্ষে দুইটি বড় আশ্চর্যকাজ প্রমাণিত হতে হবে যা ভাটিকানের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
আর্চবিশপ থিওটোনিয়াস অমলের জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯২০ খ্রিষ্টাব্দে ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদ গ্রামে। তিনি ১৯৭৭ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৭ বছর বয়সে মারা যান।

[wp1s id=”11822″]

এই সংক্রান্ত আরো খবর ও ভিডিও

ভিডিও

ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর মধ্যস্ততায় প্রার্থনা করে ফল পেয়েছেন সিস্টার মেরী লিলিয়ান এসএমআরএ

আর্চবিশপ টি এ গাঙ্গুলী লাইব্রেরী

খবর:

ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণে খ্রিষ্টভক্তদের করণীয়

আজ ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর ৪২তম মৃত্যু বার্ষিকী