ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট উড এন্ড ডাড দাতাসংস্থার ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা...

উড এন্ড ডাড দাতাসংস্থার ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা

0
342

ডিসিনিউজ ।। ঢাকা

ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের আমন্ত্রণে ফাউন্ডেশন ও ঢাকা ক্রেডিট পরিদর্শন করলো উড এন্ড ডাড দাতা সংস্থার নেতৃবৃন্দ।

১০ মার্চ উড এন্ড ডাডের কর্মকর্তা এন্টিনিও ট্রিউরেন, মেরিনাস লিনহাউড এবং এ্যালেন ফেইথফুল ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়সহ বিভিন্ন প্রকল্প ও সেবাকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে এক দ্বি-পাক্ষিক আলোচনায় অংশ নেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান বাবু মার্কুজ গমেজ, সেক্রেটারি লিটন টমাস রোজারিও, নির্বাহী পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন, কর্মসূচী পরিচালক সুইটি সিসিলিয়া পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের এডিশনাল সিইও শীরেন সিলভেস্টার গমেজ, সিও স্বপন রোজারিও প্রমুখ।

এ সময় দ্বি-পাক্ষিক আলোচনায় ভবিষ্যতে এক সাথে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দরা। ভবিষ্যতে কর্মপরিকল্পনা করে কিভাবে দুই প্রতিষ্ঠান এক সাথে কার্যক্রম পরিচালনা করতে পারবে সেই বিষয়ের উপর জোর দেওয়া হয়। বক্তারা উল্লেখ করেন, উড এন্ড ডাড এবং ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করতে চায়, দুটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং কার্যপ্রণালী একই, সুতরাং আগামীতে দু’টি প্রতিষ্ঠানের উদ্যোগে আরো ভাল কাজ করা সম্ভব।

এ দিন সকালে উড এন্ড ডাড দাতাসংস্থার নেতৃবৃন্দরা নদ্দায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল, ঢাকা ক্রেডিটের নদ্দা ও মনিপুরীপাড়া সেবা কেন্দ্র, চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টার, বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার এবং সমবায় বাজার পরিদর্শন করেন।