ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ উত্তরবঙ্গের আদিবাসীদের সাথে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের মতবিনিময় সভা

উত্তরবঙ্গের আদিবাসীদের সাথে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের মতবিনিময় সভা

0
783

১৩ ডিসেম্বর, ঢাকা ক্রেডিট বিকে গুড কনফারেন্স হলে ঢাকাস্থ উত্তরবঙ্গের আদিবাসী ভাই-বোনদের সাথে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের নেত্রীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপত্বি করেন জতিন মারান্ডী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, উপদেষ্টা হিউবার্ট গমেজ, উত্তরবঙ্গ আদিবাসী বহুমুখী সমবায় সমিতির প্রেসিডেন্ট আলবেরিকুশ খালকো, আদিবাসী লেখক ও গবেষক মিথুশিলাক মুর্মু, এডভোকেট প্রমিল্লা টুডুু ও অ্যাডভোকেট প্রভাত টুডুসহ প্রায় ২৫ জন আদিবাসী প্রতিনিধি।

সভায় জতিন মারান্ডী শুভেচ্ছা বক্তব্যে বলেন, ঢাকাস্থ উত্তরবঙ্গে আদিবাসী ভাইবোনদের জন্য একটি সাংগঠনিক প্লাটফর্ম প্রয়োজন যা আদিবাসীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। এজন্য বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের আদিবাসী শাখা গঠন করা যেতে পারে।

এ সময় নির্মল রোজারিও বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব আলোচনা করেন এবং ঢাকাস্থ উত্তরবঙ্গ আদিবাসী খ্রীস্টান এসোসিয়েশন করা যেতে পারে কি-না সে বিষয়ে উপস্থিত জনগনের নিকট থেকে মতামত প্রত্যাশা করেন।
এর পর উপস্থিত সকলে বলেন, উত্তরবঙ্গ আদিবাসী খ্রীস্টান এসোসিয়েশন অত্যন্ত জরুরি ও এর শাখা সংগঠন করা প্রয়োজন।
আলবেরিকুশ খালকো, মিথুশিলাক মুর্মু, প্রমিল্লা টুডুু ও প্রভাত টুডুসহ উপস্থিত সকলে একটি আহ্বায়ক কমিটি গঠেনের জন্য মতামত ব্যক্ত ও নাম প্রস্তাব করেন।

আহবায়ক জতীন মারান্ডী, যুগ্ম-আহবায়ক আলবেরিকুশ খালকো, সচিব প্রভাত টুডু, অর্থসচিব গাব্রিয়েল সরেনসহ আরো ৭ জনকে সদস্য মনোনিত করা হয়।

নবগঠিত এই কমিটি আগামী তিন মাসের মধ্যে কমপক্ষে ৫০ জন সদস্য সংগ্রহ করে বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের নির্ধারিত সদস্য ফরম সংগ্রহ করবেন ও পূর্ণঙ্গ কমিটি গঠনের জন্য দায়িত্ব পালন করবেন।