ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট উন্নয়নের মহাসড়কে ঢাকা ক্রেডিট

উন্নয়নের মহাসড়কে ঢাকা ক্রেডিট

0
306

উন্নয়নের অগ্রযাত্রায়, নব দিগন্তের পথে আরো একধাপ এগিয়ে গেল ঢাকা ক্রেডিট। ৫ম ত্রি-বার্ষিক কৌশলগত পরিকল্পনা কর্মশালার পর এবার হলো বিনিয়োগ কর্মশালা। এই কর্মশালার মধ্য দিয়ে ঢাকা ক্রেডিটকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করার জন্য নেওয়া হল নানামুখী বিনিয়োগ পরিকল্পনা।

অনুষ্ঠানের উদ্বোধন করে প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ উন্মোচন করলেন বিনিয়োগের নব দিগন্ত, ঘোষণা করলেন সম্ভাবনার নতুন দ্বার। প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য দিলেন বিনিয়োগের নতুন ফর্মূলা। সেই ফর্মূলা বাস্তবায়নে কর্মকর্তা, কর্মী সবাইকে একযোগে কাজ করে যাওয়ার সুস্পষ্ট রূপরেখাও প্রদান করলেন।

২৬ মে, শুক্রবার গাজীপুর কালিগঞ্জের মঠবাড়িতে ঢাকা ক্রেডিট রিসোর্ট ও ট্রেনিং সেন্টারে অনুষ্ঠেয় কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ঢাকা ক্রেডিট পরিচালনা পর্ষদের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ এ কর্মশালায় যোগ দেন।

02কর্মশালায় প্রেসিডেন্ট গমেজ বলেন, ঢাকা ক্রেডিট টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। এই কর্মযজ্ঞ সম্পাদনের জন্য বোর্ড কর্মকর্তা ও কর্মী সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিনিয়োগ কর্মশালায় ঢাকার অদূরে পূর্বাচলে জলসিঁড়ি আবাসন প্রকল্পে কমার্শিয়াল স্পেস ক্রয়, মঠবাড়ি ২২ বিঘায় খামার প্রকল্প ও তেতুইবাড়িতে ক্রেডিট পল্লী বাস্তবায়ন, মিরপুর ও নদ্দায় সমবায় বাজার প্রতিষ্ঠা এবং ঢাকার ধানমন্ডিতে বিউটি পার্লার স্থাপন উল্লেখযোগ্য।

প্রেসিডেন্ট বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ৫ম ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা কর্মশালার কর্মকৌশল এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রাথমিকভাবে প্রকল্প বাস্তবায়নে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। এর মধ্য দিয়ে আপনাদের ক্যারিয়ার ও জীবনমান দুইয়েরই উন্নয়ন ঘটবে।

এর আগে প্রতিষ্ঠানের বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি ও দায়িত্ব সম্পর্কে দিক নিদের্শনা দেন বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া।

বাবু মার্কুজ বোর্ড কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে আপনাদের আরো সচেতন হতে হবে। সমিতির গঠনতন্ত্র মেনে এবং জনগণ যে রায় দিয়েছে সেই আলোকে ক্রেডিট ইউনিয়নকে পরিচালনা করতে হবে, সদস্যদের উন্নয়নে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, নেতৃত্বে নৈতিকতা ও মূল্যবোধের স্থান সবার উপরে। সমস্ত সমালোচনার উর্ধ্বে উঠে তিনি বোর্ড কর্মকর্তাদের প্রতিষ্ঠানের জন্য সঠিকভাবে সময় দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আশা করি আগামী দিনে ক্রেডিট ইউনিয়নে সর্বোচ্চ সেবা নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।

ঢাকা ক্রেডিটের প্রাক্তণ প্রেসিডেন্ট ও বর্তমান উপদেষ্টা নির্মল রোজারিও বলেন, বোর্ডের সদস্য হিসেবে প্রতিষ্ঠান ও সেবাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হলে কাজের মধ্যে আনন্দ ও সম্মান দুই পাবেন।

কর্মশালা শেষে প্রেসিডেন্ট ও অন্যান্য নেতৃবৃন্দ তেতুইবাড়ি ক্রেডিট পল্লী ও মঠবাড়ি ২২ বিঘার খামার প্রকল্প পরিদর্শন করেন।

আরবি/আরপি/ ২৭ মে, ২০১৭